/indian-express-bangla/media/media_files/2025/08/15/harowa-teacher-electrocuted-independence-day-2025-08-15-15-09-55.jpg)
পতাকা উত্তোলন আর হল না! সামান্য ভুলেই সব শেষ, শিক্ষকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া
Independence Day 2025: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মল্লিকপুরের এক বেসরকারি স্কুলে স্বাধীনতা দিবসের সকালে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি হিসাবে লোহার পাইপ পোঁতার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল স্কুলের শিক্ষক মনোয়ার হোসেনের (৬২)।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) সকালে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের জন্য লোহার পাইপ বসানো হচ্ছিল। ওই পাইপের উপর দিয়েই ছিল ১১ হাজার ভোল্টেজের একটি বিদ্যুতের তার। অসাবধানতাবশত পাইপটি তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই শিক্ষক।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মনোয়ার হোসেনের বাড়ি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ঝিকরা গ্রামে।
পরিবারের সদস্যদের বক্তব্য, সকাল ছ’টা নাগাদ পতাকা উত্তোলনের প্রস্তুতির সময়ই ঘটে এই দুর্ঘটনা। ভাই আরাবুল ইসলাম জানান, “আজকের মতো বিশেষ দিনে দাদার মৃত্যু আমাদের জন্য এক গভীর শোক।”
হাড়োয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় গোটা এলাকা ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।