Advertisment

আজও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, এই পর্বে দুর্যোগের শেষ কবে?

ঝড়-বৃষ্টির হাত থেকে রেহাই নেই আজও।

author-image
IE Bangla Web Desk
New Update
Know the latest updates on the arrival of Monsoon in West Bengal

দিন কয়েকেই রাজ্যে বর্ষার বৃষ্টি শুরু হবে।

ঝড়-বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। আজও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, রবিবার বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Advertisment

রবিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বেলা বাড়লে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। একইসঙ্গে কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কোনও কোনও অংশে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- শক্তিগড়ে শুটআউট, নিহত কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা, জখম রাজুর এক সঙ্গী

দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যের উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতেও। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত রবিবার দিনভর দফায়-দফায় গোটা রাজ্যেই কম-বেশি প্রাকৃতিক দুর্যোগ চললেও পরিস্থিতির বদলটা চোখে পড়বে আগামিকাল অর্থাৎ ৩ এপ্রিল থেকে। সপ্তাহের শুরুর দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

West Bengal Weather Report Weather Forecast
Advertisment