Advertisment

খোঁজ নেই মানিকের, যাদবপুর থানায় নিখোঁজ ডায়েরি

মানিক ভট্টাচার্যকে একদিনের রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
ed raid mahisbathan tecahers training centre link with manik bhattacharya

মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠের দাবি ঘিরে শোরগোল।

এবার অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের নামে যাদবপুর থানায় নিখোঁজ ডায়েরি করলেন হাইকোর্ট নিযুক্ত এসিপি। নিয়োগ দুর্নীতি মামলায় আজ রাত ৮টার মধ্যে মানিক ভট্টাচার্যকে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। যদিও মানিকের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া কোনও পদক্ষেপ কাল পর্যন্ত করা যাবে না বলে আজ জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

Advertisment

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে আজ রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইেকার্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী প্রয়োজনে মানিক ভট্টাচার্যকে সিবিআই গ্রেফতার করতে পারে বলেও জানান বিচারপতি। যদিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অপসারিত পর্ষদ সভাপতি।

আরও পড়ুন- মানিককে CBI হাজিরায় সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট, গ্রেফতারি নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?

মানিকের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানায, আজই তাঁকে গ্রেফতার করার মতো কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই। মানিক ভট্টাচার্যকে আপাতত একদিনের রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত। আগামিকাল ফের সর্বোচ্চ আদালতে মানিক মামলার শুনানি হবে।

আরও পড়ুন- ‘‌ডোন্ট কেয়ার’‌ মদন, এবার স্পিকারকে পাল্টা তোপ ‘কালারফুল’ তৃণমূল বিধায়কের

এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার রাত ৮টার মধ্যে নিজাম প্যালেসে যাওয়ার কথা মানিক ভট্টাচার্যের। তার আগে এদিন তাঁর যাদবপুরের বাড়িতে যান হাইকোর্ট নিযুক্ত এসিপি। মানিক ভট্টাচার্যকে সেখানে পাওয়া যায়নি। এমনকী ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। এরপরেই যাদবপুর থানায় মানিক ভট্টাচার্যের নামে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। জেনারেল জাযেরি হিসেবে সেটি গ্রহণও করেছে থানা।

highcourt Primary TET Manik Bhattacharya
Advertisment