Advertisment

'বিরাট' ষড়যন্ত্রের অভিযোগ কংগ্রেসের! রানিনগরে বোর্ড গঠনে ফের স্থগিতাদেশ হাইকোর্টের

মুর্শিদাবাদের রানিনগর ২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়ায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikaris lawyer approached HC afer receiving summons from Lalbazar

Suvendu Adhikari: কলকাতা হাইকোর্ট।

আবারও মুর্শিদাবাদের রানিনগর ২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়ায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার বোর্ড গঠন নিয়ে শুনানি ছিল উচ্চ আদালতে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিরাট এক ষড়যন্ত্রের অভিযোগ আনেন কংগ্রেসের আইনজীবী। বোর্ড গঠন প্রক্রিয়ায় কংগ্রেসের সদস্যরা যাতে অংশ নিতে না পারেন তার জন্যই এমন ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি কংগ্রেসের আইনজীবীর। এরপরেই ফের একবার রানিনগর ২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Advertisment

কী অভিযোগ কংগ্রেসের?

এদিন কলকতাতা হাইকোর্টে কংগ্রেসের আইনজীবী জানান, কংগ্রেসের সদস্যরা যাতে কোনওভাবে বোর্ড গঠন প্রক্রিয়ার ভোটদান পর্বে হাজির থাকতে না পারেন তার জন্য ২৭ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার বোর্ড গঠনের তারিখ ঠিক করা হয়েছে। তিনি আরও জানান, গত ৮ সেপ্টেম্বর সরকারের তরফে নোটিশে কংগ্রেসের সদস্যদের ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাধ্যতামূলক প্রশিক্ষণে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ট্রেনিংয়ে থাকার ফলে ২৭ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার বোর্ড গঠন প্রক্রিয়ার ভোটদান পর্বে কংগ্রেসের সদস্যরা উপস্থিত থাকতে পারবেন না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২৭ তারিখ বোর্ড গঠনের দিন ঠিক করা হয়েছে, যাতে কংগ্রেসের সদস্যরা হাজির থাকতে না পারেন, আদালত এদিন এমনই অভিযোগ কংগ্রেসের আইনজীবীর। এরপরেই ফের একবার বোর্ড গঠনে স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন- পুজোর উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ, সিঁদুরখেলায় থাকতে পারেন স্মৃতি ইরানি

উল্লেখ্য, মুর্শিদাবাদের রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচনের দিন ঠিক নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ১৯ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে নির্বাচনের নতুন দিন জানাতে বলা হয়েছিল। সেই মতো বুধবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর বোর্ড গঠনের দিন ঠিক করে রাজ্য। আদালতে ওই দিনটির কথা জানানোও হয়।

tmc CONGRESS Calcutta High Court Murshidabad panchayat election 2023
Advertisment