সরকারি হাসপাতাল ছেড়ে কেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর আবেদন করছেন সুজয়কৃষ্ণ ভদ্র? এই প্রশ্ন তুলল এবার কলকাতা হাইকোর্ট। বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি করাতে চান নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিম্ন আদালত আগেই তাঁর এই আর্জি খারিজ করে দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তবে এসএসকেএম হাসপাতাল ছেড়ে কেন বেসরকারি হাসাপাতালে চিকিৎসা করাতে চাইছেন সুজয়কৃষ্ণ? এদিন সেই প্রশ্ন তুলেছে আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের প্রথম ১৫ দিনের মধ্যেই স্ত্রী মারা যাওয়ায় প্যারোলে মুক্তি পেয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। জেলে ফিরে নিজেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর বারবার জামিনের আর্জি জানিয়েছেন ধৃত সুজয়কৃষ্ণ। তবে তাঁর জামিনের আবেদন নাকচ করেছে আদালত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে করা জামিন আর্জিতে কান পাতেনি আদালত। তবে তাঁর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসায় যাতে কোনও অব্যবস্থা না হয় সেব্যাপারে সজাগ দৃষ্টি রয়েছে সংশ্লিষ্ট সব মহলের।
আরও পড়ুন- লোক ঠকানোয় ‘কালীঘাটের কাকু’ ঘোল খাওয়াবেন ‘দুঁদে’ প্রতারকদেরও
বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। সেই কারণেই পছন্দের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চান বলে আদালতে জানিয়েছেন কালীঘাটের কাকু। এই মুহুর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তাঁর বেসরকারি হাসপাতালে চিকিৎসার বায়নায় যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাচ্ছে না হাইকোর্টও। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত আবেদনের ব্যাপারে ইডিকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইডি এব্যাপারে তাঁদের মতামত জানানোর পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করবে আদালত।
আরও পড়ুন- ‘টাকা ছাড়া ব্যান্ডেজ নয়’, খাস সরকারি হাসপাতালেই ‘ফেলো কড়ি মাখো তেল’ কাণ্ড!
এদিন বিচারপতি জানতে চেয়েছেন, এসএসকেএমে সুজয়কৃষ্ণ ভদ্রের যিনি চিকিৎসা করেন সেই চিকিৎসক কী ওই বেসরকারি হাসপাতালেও (যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইছেন সুজয়কৃষ্ণ ভদ্র) যান ? এসএসকেএম হাসপাতালে সজুয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অসুস্থতার চিকিৎসার পরিকাঠামো আছে কিনা তাও জানতে চেয়েছে আদালত। সুজয়কৃষ্ণ ভদ্রকে কী এসএসকেএম হাসপাতাল থেকেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পরামর্শ দেওয়া হয়েছে? এদিন ইডির কাছে প্রশ্নগুলির উত্তর জানতে চেয়েছে আদালত।