কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আগামী ৫ অগাস্ট রাজ্যজুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্ট অভিষেকের সেই কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছেন। 'এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী', সাফ জানিয়েছেন প্রধান বিতারপতি।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী ৫ অগাস্ট রাজ্যজুড়ে বুথস্তর পর্যন্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘ব্লকে ব্লকে-বুথে বুথে বিজেপি নেতাদের তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। বয়স্কদের ছাড় দেবেন। আগামী ৫ অগাস্ট কোচবিহার থেকে কাকদ্বীপ ৩৪১টি ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘেরাও চলবে।’
তবে পরক্ষণেই অভিষেকের সেই বার্তায় কিছুটা বদল আনেন তৃণমূলনেত্রী। মঞ্চে বক্তৃতা করতে উঠে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘বুথস্তরে নয়, ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাও কর্মসূচি চলবে। যাতে কেউ অবরুদ্ধ বলতে না পারে।’
আরও পড়ুন- কমছে সংক্রমণ, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির উন্নতি
অভিষেকের ঘোষণা করা কর্মসূচির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তারই পরিপ্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী ৫ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা ওই কর্মসূচি বাতিল করা হল। 'এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী', এমনও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
আদালতের আরও আশঙ্কা, এই ধরনের কর্মসূচিতে সাধারণ মানুষ আতঙ্কিত হতে পারেন। এই কর্মসূচির উপর আপাতত স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ১০ দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই হলফনামা দেখে পরবর্তী সিদ্দান্ত নেবেন প্রধান বিচারপতি। তবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন তিনি।