নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবার পুলিশকেই বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ উচ্চ আদালতের। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বিরোধী দলের চার প্রার্থীকেই। ওই চার প্রার্থী হাইকোর্টে মামলা করেন। তাই ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানাকে বেনজির নির্দেশ আদালতের। পাহারা দিয়ে ওই চার প্রার্থীকে তাঁদের জেলায় নিয়ে যেতে হবে পুলিশকে। ওই প্রার্থীদের মনোনয়ন কেন্দ্র পর্যন্ত নিয়ে যেতে সংশ্লিষ্ট থানার পুলিশের সাহায্য নিতে হবে হেয়ার স্ট্রিট থানাকে।
পঞ্চায়েত ভোটেরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল বাংলা, দিকে-দিকে অশান্তি। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন এক সিপিএম প্রার্থী। গুলিবিদ্ধ হয়েছেন কংগ্রেসেরও বেশ কয়েকজন। রাজ্যের জেলায়-জেলায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হামলা, মারধরের মুখে পড়তে হচ্ছে বিরোধীদের একটি বড় অংশের প্রার্থীদের। শাসকদলকে নিশানা করে এমনই অভিযোগ তুলেছেন বিরোধীরা।
আরও পড়ুন- গুরু জেলে, চেলা ভোটের মাঠে! কেষ্ট-হীন বীরভূম তালুতে নিতে মরিয়া কাজল!
বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন জমা দেওয়া নিয়ে এদিন আইএশফ, বিজেপির পাশাপাশি হাইকোর্টে মামলা করে সিপিএমও। তাঁদের অভিযোগ, দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দিতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে। আদালতকেই এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে আবেদন করেন ওই চারজন।
আরও পড়ুন- ‘চুপ করে থাকব না, সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেব?’, কমিশনকে কড়া বার্তা হাইকোর্টের
সবকটি মামলার একসঙ্গে শুনানি করেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি তাঁর নির্দেশে জানান, আইএসএফ-এর ৮২ জন প্রার্থী দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও কাশীপুর থানায় জড়ো হবেন। উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে বসিরহাট পুলিশ সুপারের অফিসে জড়ো হবে সেখানকার বিজেপি প্রার্থীরা। ওই জায়গা থেকে তাঁদের পাহারা দিয়ে মনেনায়ন কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার বন্দোবস্ত করবে পুলিশ।