উৎসবের মরশুমে মন ভালো করা খবর। উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-কে পুজোর মরশুমে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। যে নির্দেশ এখন রীতিমতো চর্চায়।
উচ্চ প্রাথমিকের শূন্যপদ পূরণে কী নির্দেশ বিচারপতির?
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন এই ১৪ হাজার শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দিতে পারবে। তবে আদালতের নির্দেশ ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না বলে বিচারপতিরা জানিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি হয়েছিল। সেই প্যানেলে অস্বচ্ছচা রয়েছে বলে জানিয়ে ২০২০ সালে কলকাতা হাইকোর্টে মামলা হয়। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ওই বছরের ১১ ডিসেম্বর নিয়োগে স্থগিতাদেশ জারি করে দেন। পরে মামলাটি যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।
তিনি অভিযুক্তদের বক্তব্য শোনার নির্দেশ দেন এসএসসি-কে। তবে স্কুল সার্ভিস কমিশন বিচারপতির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। সেই মামলায় এসএসসি-কে প্যানেল তৈরির একটি গাইডলাইন ঠিক করে দেওয়া হয়।
আরও পড়ুন- পুজোর মরশুমে মানবিক মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের! কঠিন নির্দেশ দিয়েও শেষে বদল!
আদালতের নির্দেশ ছাড়া কাউকেই নিয়োগ করা যাবে না বলে নির্দেশে জানানো হয়। পরে আদালতের নির্দেশ মেনেই প্যানেল তৈরি করা হয়েছে বলে জানায় এসএসসি। শেষমেশ মামলাটি যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে। সেই মামলাতেই মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ নির্দেশ দিয়েছে এসএসসি তাদের তৈরি প্যানেল অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দিতে পারে। তবে এখনই নিয়োগ করা যাবে না। এক্ষেত্রে এখনও বহাল স্থগিতাদেশ নির্দেশ। এব্যাপারে সব পক্ষের বক্তব্য শোনার পরেই পরবর্তী নির্দেশ দেওয়া হবে।