নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। উত্তর ২৪ পরগনার চারটি ব্লকের ৬০ বিজেপি প্রার্থীর মনোনয়ন জমার সময়সীমা বাড়াল উচ্চ আদালত। তবে এবার আর বিডিও অফিসে নয়, ওই ৬০ প্রার্থী মনোনয়ন পেশ করবেন মহকুমা শাসকের দফতরে। এক্ষেত্রে তাঁদের সব রকম সহায়তা দিতে হবে বসিরহাটের পুলিশ সুপারকে। শুক্রবার যুগান্তকারী এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
বেনজির নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের চারটি ব্লকের ৬০ বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশের সময়সীমা বাড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মনোনয়ন পেশে বাধা পেয়ে এই প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তড়িঘড়ি পদক্ষেপও করে উচ্চ আদালত। তবে পুলিশের ভূমিকা নিয়েই ওঠে প্রশ্ন। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওই বিজেপি প্রার্থীদের বিডিও অফিস পর্যন্ত নিয়ে গিয়ে মনোনয়ন জমার যথোপযুক্ত বন্দোবস্ত করেনি পুলিশ, এমনই অভিযোগ তোলেন প্রার্থীরা।
আরও পড়ুন- ‘শওকত মোল্লা কে?’ সন্ত্রাস-বিধ্বস্ত ভাঙড়ে গিয়ে প্রশ্ন রাজ্যপালের
শেষমেশ কড়া পদক্ষেপ হাইকোর্টের। শুক্রবার বিচারপতি অমৃতি সিনহা জানিয়েছেন, বসিরহাটের চারটি ব্লকের ৬০ বিজেপি প্রার্থী আজ বিকেল ৪টের মধ্যে মনোনয়ন পেশ করতে পারবেন। সন্দেশখালি ১ ও ২ নং ব্লক, মিনাখাঁ, ন্যাজাট ও হাড়োয়ার ৬০ বিজেপি প্রার্থী মহকুমা শাসকের দফতরে গিয়ে তাঁদের মনোয়নপত্র জমা দিতে পারবেন।
আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীর আসা আটকাতে ‘মাস্টারপ্ল্যান’? রাজ্যের ‘তুলকালাম’ পদক্ষেপ জোর চর্চায়
বিচারপতি সিনহা এদিন আরও জানিয়েছেন, আজ বিকেল ৪টের মধ্যে যাঁরা মহকুমা শাসকের দফতরে যাবেন তাঁদের মনোনয়ন জমা নিতে হবে। বসিরহাটের পুলিশ সুপার মনোনয়ন পেশের জন্য সব ধরনের সহযোগিতা করবেন প্রার্থীদের। আদালতের শুনানির রেকর্ডিং ইউটিউব থেকে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে মহকুমাশাসক ও পুলিশ সুপারকে। আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি।