scorecardresearch

অভিষেককে জবাব দিতে ‘ধনুকভাঙা পণ’ শুভেন্দুর, ডায়মন্ড হারবারের সভায় কোর্টের ছাড়

কাল মেগা শনিবার। হুগলি নদীর এপার-ওপারে সভা অভিষেক-শুভেন্দুর।

suvendu adhikri will host meeting at kanthi on 21 december
অভিষেককে জবাব দিতে পাল্টা সভা শুভেন্দুর।

অভিষেককে জবাব দিতেই কাল ডায়মন্ড হারবারে সভা শুভেন্দুর। শনিবার ডায়মন্ড হারবারের লাইটহাউস মাঠে সভা রাজ্যের বিরোধী দলনেতার। প্রথমে বিজেপির এই সভার অনুমতি দেয়নি পুলিশ। পরে সভা করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। আদালত শুভেন্দুর সভার অনুমতি দিয়েছে। উল্টোদিকে, কালই কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির ঢিলছোঁড়া দূরত্বে সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

মেগা শনিবারে মেগা সামবেশ। হুগলি নদীর এপার আর ওপাড়। দুই বিরোধী শিবিরের বিরাট সভা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। একদিকে আগামিকাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির ঢিলছোঁড়া দূরত্বে সভা করতে চলেছে তৃণমূল। ওই সভার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করতেই ওই সভার আয়োজন করেছে বলে অভিযোগ বিরোধী দলনেতার।

আরও পড়ুন- কাল শুভেন্দুর গড়ে অভিষেকের সভা, ‘উৎপাত ছাড়া ওদের কিছু করার নেই’, সোচ্চার দিলীপ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামিকালের সভায় নিষেধাজ্ঞা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। যদিও উচ্চ আদালত অভিষেকের সভায় নিষেধাজ্ঞা দেয়নি। সুতরাং কাল শুভেন্দুর বাড়ির কাছেই সভা করতে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক।

অন্যদিকে, অভিষেককে জবাব দিতে আগামিকাল ডায়মন্ড হারবহারে সভা করবেন শুভেন্দু অধিকারীও। যদিও ডায়মন্ড হারবারের লাইটহাউস মাঠে বিজেপির সভার অনুমতি প্রথমে দেয়নি পুলিশ প্রশাসন। সভা করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। শেষমেশ কলকাতা হাইকোর্ট আগামিকাল শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারের সভার অনুমতি দিয়েছে। তবে শব্দবিধি মেনে কাল শুভেন্দুকে সভা করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Hc gives permission on suvendu adhikaris diamond harbour rally