Advertisment

Justice Abhijit Ganguly: ইস্তফা দিয়েই কোন দলে যাওয়ার কথা জানালেন বিচারপতি গাঙ্গুলি?

Justice Abhijit Gangopadhyay Resign: আজ সকালেই রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইস্তফা দিয়েই হাইকোর্ট চত্বরেই আজ তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল। তবে তা না করে সটান বাড়িতে চলে আসেন তিনি। সেখানেই ডেকে নিয়েছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। সাংবাদিক বৈঠকেই কোন রাজনৈতিক দলে তিনি যেতে চলেছেন তা স্পষ্ট করেছেন। এমনকী আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। তবে কোন কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন, তা বিজেপি শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta HC Judge Abhijit Ganguly, Abhijit Gangopadhyay Resign,  Justice Abhijit Ganguly

Justice Abhijit Gangopadhyay Resign: সাংবাদিকদের মুখোমুখি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Calcutta HC Judge Abhijit Ganguly: BJP-তে যোগ দিচ্ছেন সদ্য ইস্তফা দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সম্ভবত ৭ মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী লোকসভা নির্বাচনেও তিনি দাঁড়াবেন বলে জানিয়েছেন। তবে কোন আসন থেকে তিনি লড়তে পারেন তা এখনও স্থির হয়নি বলেই জানিয়েছেন তিনি।

Advertisment

আজ সকালেই রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতিকে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর আজই হাইকোর্ট চত্বরেই তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল। তবে তা না করে দুপুরে বাড়িতেই সাংবাদিকদের ডেকে নেন তিনি।

publive-image
নিজের বাড়ির বারান্দায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

সেখানেই তিনি বলেন, "শাসকদল আমাকে নানাভাবে অপমান করেছে, নানা কথা বলেছে। তাদের এই ধরনের মন্তব্যই আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।" তাঁর সম্পর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যেপাধ্যায় বেশ কিছু তির্যক মন্তব্য করেছেন। এমনকী বর্ষীয়ান আইনজীবী অরুনভা ঘোষও বেশ কিছু মন্তব্য করেছেন। এদিন সেপ্রসঙ্গে সদ্য ইস্তফা দেওয়া বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুকথার জন্য বিখ্যাত। সম্ভবত তাঁর বেড়ে ওঠায় সমস্যা আছে। অরুনাভ ঘোষ সম্পর্কে কিছু বলার আছে বলে মনে করি না।"

আরও পড়ুন- Lok Sabha Election 2024 Campaign: এমন কাণ্ডে জোর গুঞ্জন! BJP প্রার্থীকে বুকে টানলেন তৃণমূল বিধায়ক, পা ছুঁলেন পদ্ম প্রার্থীও

কেন বেছে বেছে BJP-তেই যোগ? এপ্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি তাই সিপিএমে যাইনি। কংগ্রেসেও একটি পরিবারের জমিদারি। আমিই তাই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমি বিজেপিতে যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ। কোন আসনে দাঁড়াব বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। আমি দিন সাতেক আগে ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারপর থেকে কোর্টের কোনও আইনি প্রক্রিয়ায় অংশ নিইনি।"

bjp justice abhijit ganguly
Advertisment