Advertisment

Calcutta High Court: ভোটের মুখে তোলপাড় বাংলায়! ফের এক ঘটনায় NIA তদন্তের নির্দেশ হাইকোর্টের

NIA probe on BJP Worker Murder Case: এবার রাজ্যেরই একটি ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। লোকসভা নির্বাচন দুয়ারেই। আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার লোকসভা ভোট। ঠিক তার মুখে NIA তদন্তের নির্দেশ ঘিরে তোলপাড়।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court Election Commission postpones polling in Baharampur , কমিশনকে বহরমপুরে ভোট পিছতে বলব, কেন এমন আর্জি হাইকোর্টের প্রধান বিচারপতির?

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court-NIA: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মুখে এবার রাজ্যের একটি ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে উচ্চ আদালত। ১৫ দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে নির্দেশ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA-কে।

Advertisment

পূর্ব মেদিনীপুরেj ময়নায় BJP কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া (Bijay Krishna Bhuina) খুনে এবার NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে নির্দেশ কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর নির্দেশে জানিয়েছেন, আগামী ২৪ এপ্রিলের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করে আদালতে রিপোর্ট পেশ করতে হবে।

আরও পড়ুন- Sheikh Shahjahan: তাঁর সংস্থা দুবাইয়ে টাকা পাঠাত? বোমা ফাটানো জবাব শেখ শাহজাহানের

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেছে উচ্চ আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, "এটা দুর্ভাগ্যজনক। হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে কোনও পদক্ষেপ করতে আগ্রহ দেখায়নি স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন- Mamata Banerjee: মমতার মুখে ফের ‘দুষ্টুমি’ তত্ত্ব, আরাবুল, শাহজাহানদের গ্রেফতারি নিয়ে কী বললেন তৃণমূলনেত্রী?

উল্লেখ্য, গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে এক BJP কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরে ময়নার বাকচায়। চলে অবরোধ-থানা ঘেরাও-বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে BJP কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল। গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে BJP কর্মীকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এবার NIA তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

bjp NIA Murder highcourt
Advertisment