Advertisment

সিপিএম প্রার্থীর মনোনয়ন বিকৃত করার অভিযোগ, হাইকোর্টে বেজায় ফ্যাসাদে উলুবেড়িয়ার বিডিও!

কলকাতা হাইকোর্টে বিরাট 'প্যাঁচে' উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নীলাদ্রি দে।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court Jhalda Municipality Tapan Kandu Congress TMC, কলকাতা হাইকোর্ট ঝালদা পুরসভা তপন কান্দু কংগ্রেস তৃণমূল

কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টে বিরাট 'প্যাঁচে' উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নীলাদ্রি দে। তাঁর আবেদন কানেই তুলল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের চোখা চোখা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিডিও-কে। 'আপনি নিজেই অভিযোগকারীনির কথা শোনেননি। তাহলে আপনার কথাই বা আদালত শুনবে কেন?' এদিন বিডিও-র আবেদন ফিরিয়ে এই প্রশ্নই করেছে ডিভিশন বেঞ্চ।

Advertisment

ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল হাওড়ার উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নীলাদ্রি দে-র বিরুদ্ধে। বহিরা পঞ্চায়েতের ২ সিপিএম প্রার্থীর মনোনয়ন নথি বিকৃত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগমের অভিযোগ, তিনি সঠিকভাবে মনোনয়নপত্র পূরণ করে জমা দিয়েছিলেন। কিন্তু তাঁর জমা দেওয়া সেই নথি পরবর্তী সময়ে বিকৃত করা হয়েছিল বলে দাবি তাঁর।

আরও পড়ুন- প্রবল দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গ! অতি ভারী বৃষ্টির দোসর ‘রাক্ষুসে’ হাওয়া! জানুন টাটকা আপডেট

কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে মামলা হলে ডিভিশন বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতির দেবীপ্রসাদ দের নেতৃত্বে কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি তদন্ত করে দেখেছেন যে সিপিএম প্রার্থীর অভিযোগ সত্যি। পরে সেই রিপোর্টই তিনি জমা দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।

আরও পড়ুন- লোকসভায় বাংলায় লক্ষ্যপূরণে সন্তর্পণ বৈঠক বিজেপি’র, কোন পথের হদিশ?

মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও-কে তীব্র ভর্ৎসনা করেছে আদালত। বিডিও-র উদ্দেশে ডিভিশন বেঞ্চ বলেছে, 'সংবিধানের সর্বোচ্চ ক্ষমতা পেয়েও অভিযোগকারিনীর অভিযোগই আপনি শোনেননি। তাহলে আপনার কথাও আদালত শুনবে এটা মনে করছেন কেন?' ডিভিশন বেঞ্চত এদিন ভর্ৎসনার সুরে বিডিও-কে আরও বলেছে, 'আপনাকে বিশ্বাস করে যে দায়িত্ব সংবিধান দিয়েছিল, তা পালন করে আপনি ব্যর্থ হয়েছেন।' ডিভিশন বেঞ্চ এখনই এই মামলায় কোনওরকম হস্তক্ষেপ করবে না বলে এদিন স্পষ্ট করে দিয়েছে।

CPIM West Bengal highcourt panchayat election 2023
Advertisment