Advertisment

রামনবমীর মিছিল ঘিরে হিংসা, ক্ষুদ্ধ হাইকোর্ট রিপোর্ট চাইল রাজ্যের কাছে

রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল উচ্চ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
HC directed the police to take the opposition to the center to submit nominations

কলকাতা হাইকোর্ট।

রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুরের অশান্তিতে এবার কড়া ভূমিকায় কলকাতা হাইকোর্ট। অশান্তি ঠেকাতে কী ব্যবস্থা নিয়েছিল প্রশাসন? আগেও ওই একই এলাকায় হিংসার ঘটনা ঘটলেও তা সত্ত্বেও কেন মিছিলের অনুমতি? রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। আগামী ৫ এপ্রিলের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ। উল্লেখ্য, অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisment

শিবপুরের হিংসার ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরই দায়ের করা একটি পিটিশনের শুনানির সময় এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবগ্নানাম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পুলিশকে সিসিটিভির ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ফুটেজ এবং অন্যান্য ভিজ্যুয়াল-সহ এখনও পর্যন্ত শিবপুরের ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে সেব্যাপারেও স্পষ্ট তথ্য চেয়েছে আদালত।

আরও পড়ুন- ফের হিংসা ছড়াতে পারে বাংলায়, আশঙ্কায় দিনক্ষণ উল্লেখ করে সতর্ক করলেন মমতা

রামনবমীর মিছিল ঘিরে এর আগেও হাওড়ার শিবপুরের ওই এলাকায় অশান্তি ছড়িয়েছিল। তা সত্ত্বেও কেন ফের ওই একই এলাকায় শোভাযাত্রার অনুমতি দেওয়া হল, সেব্যাপারেও এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এসএন মুখোপাধ্যায়ের কাছে জবাবদিহি চেয়েছে আদালত।

আরও পড়ুন- বাম-কংগ্রেসের সঙ্গে জোটে বিজেপিও, সোসাইটির ভোটে খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল!

এর আগে শুক্রবার শুভেন্দু অধিকারী হাওড়া এবং উত্তর দিনাজপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনায় NIA তদন্তের জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। রাজ্য পুলিশ ওই দুই এলাকায় শান্তি স্থাপনে কার্যত ব্যর্থ হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। এমনকী পরিস্থিতি নিয়ন্ত্রণে উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

Mamata Banerjee highcourt Suvendu Adhikari Ramnavami
Advertisment