Advertisment

RG Kar Protest: আরজি কর ইস্যুতে মিছিল, স্কুলগুলিকে শোকজের তুমুল প্রতিবাদ, এবার পথে প্রধান শিক্ষকরা

Headmasters's Protest at Kolkata: এবার পথে নেমে বিক্ষোভ রাজ্যের বিভিন্ন স্কুল থেকে আসা প্রধান শিক্ষকরা। এদিন কলেজ স্ট্রিট চত্বরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রধান শিক্ষকরা এসে জড়ো হয়েছিলেন। তাঁরাই এদিন বিক্ষোভ দেখিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Headmasters's Protest on showcuse letter issued by wb govt, আরজি কর, প্রধান শিক্ষকদের বিক্ষোভ

RG Kar Protest: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে পথে স্কুলছাত্রীরা।

RG Kar Protest: আরজি কর ইস্যুতে দিন দিন প্রতিবাদের সুর চড়া হচ্ছে। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিভিন্ন মহল। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি স্কুলও সেই প্রতিবাদে সামিল হয়েছে। ছাত্রছাত্রীদের সঙ্গে আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা গিয়েছে শিক্ষক-শিক্ষিকাদেরও। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির এই প্রতিবাদ মিছিলে বেজায় ক্ষুব্ধ রাজ্য সরকার। ইতিমধ্যেই কয়েকটি স্কুলকে শোকজ করেছে রাজ্য। এই শোকজের প্রতিবাদেই এবার পথে প্রধান শিক্ষকরা।

Advertisment

সোমবার কলকাতার কলেজ স্ট্রিটে জড়ো হয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষক। রীতিমতো প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে তাঁরা প্রতিবাদ দেখিয়েছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদের পাশাপাশি সম্প্রতি রাজ্যের তরফে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে পাঠানো শোকজ চিঠিরও প্রতিবাদে সুর চড়িয়েছেন এই প্রধান শিক্ষকরা।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিন কয়েক ধরেই সরকারি সাহায্যপ্রাপ্ত একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা মিছিলে হেঁটেছেন। তবে স্কুল পড়ুয়াদের এমন মিছিলে যাওয়ার ক্ষেত্রে ইতিমধ্যই রাজ্য সরকারের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন- RG Kar Incident: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের প্রতিবাদকে কুর্নিশ, শিক্ষিকার বক্তব্যে গায়ে কাঁটা দেবে!

আরও পড়ুন- RG Kar Protest-Nabanna Abhijan: আরজি কর ইস্যুতে নবান্ন অভিযান, ‘মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে’, হুঙ্কার তৃণমূলের

আরও পড়ুন- RG Kar Incident: নবান্ন অভিযানের আড়ালে ভয়ঙ্কর ষড়যন্ত্র! বিস্ফোরক অভিযোগ পুলিশের

সম্প্রতি আরজি কর কাণ্ডের প্রতিবাদে যে স্কুলগুলি থেকে প্রতিবাদ মিছিল হয়েছে, সেই স্কুল কর্তৃপক্ষগুলিকে শোকজ করেছে রাজ্য। এই শোকজের প্রতিবাদে এবার কলকাতার রাজপথে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা বিক্ষোভ দেখিয়েছেন।

RG Kar Medical College kolkata news Doctors Death
Advertisment