Health Secretary on RG Kar Incident: আর জি কর কাণ্ডে লাগাতার কর্মবিরতি-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা। অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররাও এই কর্মবিরতিতে শামিল হয়েছেন। এবার সাংবাদিক সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের আর্জি জানালেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দিলেন না স্বাস্থ্য সচিব।
এদিন কী বললেন স্বাস্থ্য সচিব?
'আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যা হয়েছে তার কড়া ভাষায় নিন্দা করেছে রাজ্য সরকার। আমরা এই ঘটনার যথাযথ তদন্তের ব্যাপারে বদ্ধপরিকর। কলকাতা পুলিশের কমিশনার ব্যক্তিগত ভাবে বিষয়টির তত্বাবধান করছেন। ঘটনা প্রকাশ্যে আসার পরই তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে নিশ্চিত করা হচ্ছে আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। নিহত তরুণীর বাবা-মাকে নিয়মিত তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হচ্ছে। পুলিশের তৎপরতায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।'
এরপরই তিনি কর্তব্যরত চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার করতে বলেন। আর্জি জানান, 'রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। দ্রুত পদক্ষেপ করা হবে। কর্মবিরতি প্রত্যাহার করুন। যথাযথ তদন্ত আমরা নিশ্চিত করছি। কিন্তু রোগীদের কথা ভেবে পরিষেবা স্বাভাবিক করতে হবে।' প্রসঙ্গত এদিন একটি বিবৃতি পাঠ করেন নিগম। কোনও সাংবাদিকের প্রশ্নের তিনি উত্তর দেননি। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। আর জি কর হাসপাতালেও তরুণী খুনের বিচার চেয়ে লাগাতার চলছে বিক্ষোভ-আন্দোলন। জুনিয়র চিকিৎসকরা নাছোড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাসপাতাল চত্বরে। সেই সঙ্গে কয়েকদিন ধরেই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সুর চড়াচ্ছিল একাধিক চিকিৎসক সংগঠন।
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিলেন। প্রবল চাপের মুখে আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের কাছে আমার পদত্যাগের বিষয়টিই কাম্য ছিল। গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যমে আমি যে কটুক্তি সহ্য করেছি, আমার পরিবার, সন্তানরা যা সহ্য করেছে তাতে বাবা হিসেবে আমি লজ্জিত। সেই কারণে আমি পদত্যাগ করলাম।”
আরও পড়ুন ন্যাশনাল মেডিক্যাল পড়ুয়া বিক্ষোভে মন্ত্রী-বিধায়ক, 'গো-ব্যাক' শুনে ফিরলেন জাভেদ-স্বর্ণকমল
এদিকে, সোমবার বিকেলেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয় সন্দীপ ঘোষকে। আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয় সুহৃতা পালকে। এর পাশাপাশি সোমবারই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়কে বদলি করা হয়েছে স্বাস্থ্য ভবনে। আর জি কর মেডিক্যাল কলেজের এমএসভিপি হিসেবে বুলবুল মুখোপাধ্যায়কে নিয়োগ করেছে সরকার।