Advertisment

Sandeshkhali Case: সন্দেশখালি মামলা: CBI-এর হাতে থাকছে তদন্তভার? কী অবস্থান সুপ্রিম কোর্টের?

Sandeshkhali Case-Supreme Court: এর আগে সন্দেশখালি কাণ্ডের তদন্তে CBI নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন ও জমি দখলের অভিযোগ নিয়ে এই নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court dismissed the case filed against Justice Amrita Sinhas husband

Supreme Court: সুপ্রিম কোর্ট।

Sandeshkhali Case: সন্দেশখালি (Sandeshkhali) মামলার শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে (Supreme Court)। এখনই এই মামলার শুনানি হচ্ছে না শীর্ষ আদালতে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই মাললার শুাননি হতে পারে সর্বোচ্চ আদালতে। এদিন সুপ্রিম কোর্টে সন্দেশাখালি মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানান রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)।

Advertisment

সন্দেশখালি মামলার তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় সংস্থা CBI। আপাতত এই মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। এর আগে কলকাতা হাইকোর্টই (Calcutta High Court) সন্দেশখালি মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিল। সন্দেশখালিতে জমি দখল ও মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য।

আরও পড়ুন- Rainfall Forecast: জ্বালাপোড়া গরমের মুক্তিতে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গে দুরন্ত হাওয়া বদল কবে থেকে?

সোমবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের হাতে এসেছে। সেই কারণেই আপাতত আরও দুই সপ্তাহ এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানান তিনি।

আরও পড়ুন- Kolkata News: বিধ্বংসী আগুন কলকাতায়! সপ্তাহের প্রথম দিনেই মহানগরীতে বিরাট বিপর্যয়!

পরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই মামলার শুনানি আগামী ৩ মাস পিছিয়ে দেওয়া হল। শীর্ষ আদালতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সন্দেশখালি মামলার শুনানি হবে। ফলে সন্দেশখালি মামলার তদন্ত CBI চালিয়ে যাবে। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই এই মামলার তদন্ত চলবে।

Sandeshkhali sheikh shahjahan tmc supreme court cbi
Advertisment