বুকে ব্যাথা, শ্বাসকষ্ট সহ আরও কিছু সমস্যায় ভুগছেন জেলবন্দি অনুব্রত মণ্ডল। ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই কারণে শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা যায়নি গরু পাচার মামলায় অভিযুকক্ত বীরভূমের তৃণণূল সভাপতিকে। তবে, এদিনই আদালতে পেশ করা হয়েছিল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। এছাড়াও আদালতে হাজির করানো হয় অনুব্রত'র সায়গল হোসেন, বিএসএফ কর্তা সতীশকেও। ভার্চুয়ালি ছিলেন এনামুল হক, মণীশ কোঠারি। ধৃত প্রত্যেককেই আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বাবা অনুব্রত কেন আদালতে ভার্চুয়ালি হাজির হলেন না? শুনানির মধ্যেই এ প্রশ্নেই কৌতুহলী ছিলেন সুকন্যা। শেষপর্যন্ত আদালতে হাজির সায়গল হোসেনতে বাবা'র না থাকার কারণ জিজ্ঞাসা করেন তিনি। জবাবে সায়গল জানান যে, অনুব্রত মণ্ডল অসুস্থ। জেল হাসপাতালে ভর্তি। বাবা'র অসুস্থতার খবর শুনেই আদালত কক্ষে কেঁদে ফেললেন সুকন্যা মণ্ডল।
আরও পড়ুন- যাদবপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ, সাংঘাতিক অভিযোগে থানায় FIR শুভেন্দুর
তিহাড় জেল সূত্রে খবর, ৩ নম্বর সেলে রাখা হয় শুধু দোষী সাব্যস্তদেরই। তাহলে কেন গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে ৭য়ের বদলে ৩ নম্বর সেলে রাখা হল? কেনই বা আইনজীবীদের কোনওরকম তথ্য না দিয়েই তাঁকে জেল কর্তৃপক্ষ ৩ নম্বর সেলে সরাল। তা জানতে চেয়ে জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন অনুব্রতর আইনজীবী। কিন্তু জেলের সার্ভার খারাপ থাকায় তা ভেস্তে যায়।