ফের অঙ্গ প্রতিস্থাপনের সাক্ষী থাকল রাতের শহর কলকাতা। সাইরেন বাজিয়ে কিডনি নিয়ে গ্রীন করিডোর দিয়ে অ্যাম্বুলেন্স ছুটে গেল অ্যাপোলো থেকে এসএসকেএম। অন্যদিকে অ্যাপোলোতে প্রতিস্থাপন হলো হৃদযন্ত্র ও লিভারের।
রাজ্যে একই হাসপাতালে প্রথমবার এক রাতেই করা হলো দুটি অঙ্গ প্রতিস্থাপন, এবং অন্য এক রোগীর শরীরে করা হলো আরেকটি। এর আগে এমন নজির দেখা যায় নি। দুই ভিন্ন হাসপাতালে এক ব্যক্তির হৃদযন্ত্র, লিভার, ও ২টি কিডনি প্রতিস্থাপিত হলো তিনজন রোগীর শরীরে। এর আগে ভিন রাজ্য থেকে এসেছিল হৃদযন্ত্র, তারপর তা নিয়ে যাওয়া হয় ফর্টিসে। হাসপাতাল সূত্রে খবর, ওই দুবার সফল হয়েছিল অস্ত্রোপচার। তবে এবারে আর ভিন রাজ্য থেকে নয়, অ্যাপোলোতেই ভর্তি ছিলেন অঙ্গদাতা।
২৫ তারিখ সকালে ব্রেন ডেথ হয় বছর ত্রিশের অমিত মুখার্জির। সূত্রের খবর, তারপরই তাঁর বাবা পাঁচু মুখার্জিকে হাসপাতাল থেকে রাজি করানো হয় অঙ্গ প্রতিস্থাপনের প্রস্তাবে। তাঁর ছেলের তিনটি অঙ্গ প্রাণ ফিরিয়ে দিতে পারে চারজন মানুষের, এই বলে। অবশেষে গতকাল সকাল নটা নাগাদ কাগজপত্র সই করে লিখিত ভাবে তিনি দান করেন তাঁর ছেলের মরণোত্তর অঙ্গ।
আরও পড়ুন: আবারও নজির তিলোত্তমায়, দ্বিতীয়বার হৃদ প্রতিস্থাপন রাজ্যে
পঞ্চমীর রাতে মোটর বাইকে চেপে বিনা হেলমেটে বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অমিত। উল্টোডাঙ্গার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাইক। মাথায় গুরুতর চোট নিয়ে অমিতকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। যত দিন যায়, শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গতকাল সকাল ছটায় ডাক্তাররা জানান, ব্রেন ডেথ হয়েছে অমিতের। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ অমিতের বাবাকে অনুরোধ করেন অঙ্গদানের ব্যাপারে, এবং তাতে সম্মতি দেন পাঁচুবাবু।
হৃদযন্ত্র, লিভার এবং দুটি কিডনি প্রতিস্থাপন করা হয় গতকাল, অর্থাৎ ২৫ তারিখ রাতেই। একদিকে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে হৃদযন্ত্র ও লিভার প্রতিস্থাপিত হয় দুজনের শরীরে। পাশাপাশি দুটি কিডনি গ্রীন করিডোর ধরে পৌঁছে যায় সরকারি হাসপাতাল এসএসকেএম-এ। সেখানেও গতকাল রাতেই অপারেশন করা হয় বলে সূত্রের খবর। হৃদযন্ত্র ও লিভার প্রতিস্থাপনের পর কেমন আছেন তারা সেবিষয়ে এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ভারতে প্রথম জরায়ু প্রতিস্থাপনের মধ্যে দিয়ে সন্তানধারণ
গতকাল রাত নটা থেকে শুরু হয় অস্ত্রোপচার, চলে রাতভর। হাসপাতাল সূত্রে খবর, একই অপারেশন থিয়েটারে পর পর অঙ্গ প্রতিস্থাপন করা হয়।
বছর পঞ্চাশের ডোমজুড়ের বাসিন্দা অনিমা নস্করের শরীরে হৃদযন্ত্র বসানো হয়েছে। এসএসকেএম-এ ভর্তি ৫৮ বছর বয়সী হলদিয়ার সন্তলাল যাদবের শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়। একইসঙ্গে বছর ৪৮ এর মনোজ কুমার হেলার শরীরে অ্যাপোলোতে প্রতিস্থাপন হয় লিভারের।
অ্যাপোলোর ভাইস প্রেসিডেন্ট জয় বসু গতকাল বলেন, "আমাদের কাছে আজ খুব গুরুত্বপূর্ণ দিন, ব্রেন ডেথ হওয়া রোগীর শরীর থেকে তিনটি অঙ্গ নিয়ে তিনজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হবে। এই ঘটনার পর অঙ্গদান সম্পর্কে মানুষের সচেতনতা বাাড়বে বলে আশা করা যায়।"