Advertisment

তাপপ্রবাহের সতর্কতা কলকাতা-সহ ৬ জেলায়, নববর্ষে ৪১ ডিগ্রি ছাড়াবে পারদ?

শুকনো গরমে জেরবার বঙ্গবাসী।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update 29 May 2023

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের গরম বাড়ছে।

বাংলার আবহাওয়ার পরিস্থিতি ঠিক যেন দিল্লি-উত্তর প্রদেশের মতো হয়ে গেল। শুকনো গরমে জেরবার বঙ্গবাসী। গোদের উপর বিষফোঁড়ার মতো ঠেকছে আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মারাত্মক 'লু' বওয়ার জেরে পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলেও আশঙ্কা। এই পর্বে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Advertisment

চৈত্র মাসের শেষের ক'দিন মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে আবহাওয়া। রাজ্যের জেলায়-জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আজ তাপমাত্রা আরও বেড়ে যাবে বলে মনে করছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা বাদে বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

publive-image

আরও পড়ুন- মুকুল দলে থাকলেও অতীত, ফের কবে জাতীয় দল তৃণমূল! বড় সংশয়ে রাজনৈতিক মহল

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহ বইতে পারে। এরই পাশাপাশি আগামী ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি চলতে পারে।

এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরাসরি রোদ থেকে বাঁচতে দিনে ছায়াযুক্ত এলাকায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জল তেষ্টা না পেলেও দিনে সময় মেনে জল পানের পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোলে সুতির কাপড় বা হালকা জামাকাপড় পরতে হবে। সরাসরি সূর্যের তেজ থেকে বাঁচতে ছাতা কিংবা টুপি ব্যবহার করা যেতে পারে।

Heat Wave weather update Kolkata Weather West Bengal Weather Forecast Weather Report
Advertisment