চৈত্র শেষেই সূর্যের গনগনে তেজে তীব্র গরম। হাঁসফাস দশা বাংলার শহর থেকে জেলা, সর্বত্র। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত প্রবল। আর্দ্রতা বৃদ্ধির পাশাপাশি তাপপ্রবাহে জেরবার হবে একাধিক জেলা। এমনই আশঙ্কা আবহাওয়াবিদদের।
বৈশাখ শুরু হতে এখনও বেশ কয়েকদিন বাকি, তার আগে চৈত্র মাসের শেষের ক’দিন মাত্রাছাড়া গরমে জেরবার বঙ্গবাসী। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগুন ঝরাচ্ছে সূর্য, যার জেরে বীরভূম, বাঁকুডা, পুরুলিয়ায় ৪০ ডিগ্রির গণ্ডিও পার হয়ে যাচ্ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ প্রয়োজন না হলে সকালের দিকে বাড়ি ছেড়ে না বেরোতেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- আরও এক কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি! মিড ডে মিলে ১০০ কোটি টাকার কেলেঙ্কারি বাংলায়
শহর কলতাতাতেও সূর্যের প্রখর তাপ আগুন ঝরাচ্ছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। অস্তিতিকর এই গরম আগামী কয়েকদিনে আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত আবহাওয়াবিদদের।

তবে আবহাওয়াবিদদের একাংশের দাবি, বাতাসে আর্দ্রতা সেভাবে না বাড়ায় দিনে গরমজনিত অস্বস্তি প্রকট হচ্ছে না। তবে শুকনো গরমে জেরবার হচ্ছেন আট থেকে আশি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফের কবে বৃষ্টি হতে পারে সেব্যাপারেও এখনও পর্যন্ত কোনও পূর্বাভাস মেলেনি।