অস্বস্তি চরমে তুলে ভয়ঙ্কর সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। আগামী ৫ দিন রাজ্যের ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিসের। মূলত রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে গরম বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা ছাড়া অন্য জেলাগুলিতেও আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত রয়েছে।
ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে। খাস কলকাতায় গতকালই ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল সর্বোচ্চ তাপমাত্রার পারদ। রাজ্যের একটা বড় অংশে আগামী বুধবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- পাহাড় কোলের স্নিগ্ধ-শীতল ছোট্ট জনপদ, চোখ মেললেই দেখা যায় সুন্দরী কাঞ্চনজঙ্ঘা
শুক্রবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ এপ্রিল অর্থাৎ বুধবার পর্যন্ত কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার একাধিক অংশে তাপপ্রবাহ চলবে।
আরও পড়ুন- হঠাৎ কেন বেলুড় মঠে রাজ্যপাল? কারণ জানলে অবাক হবেন!
এরই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরম বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সুতরাং আগামী কয়েকদিন আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রবল।
দিনে বাড়ির বাইরে বেরোলে সব ধরনের সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। সুতির হালকা পোশাক পরেই বাইরে বেরোনর পরামর্শ দিয়েছেন তাঁরা। সূর্যের প্রখর তেজের হাত থেকে বাঁচতে বারবার জলপানের পরামর্শ চিকিৎসকদেরও। বয়স্ক ও বাচ্চাদের বিশেষ প্রয়োজন ছাড়া দিনে বাড়ির বাইরে না বেরোতেই পরামর্শ দেওয়া হয়েছে।