Advertisment

Kashmir Heatwave: সব রেকর্ড ভেঙে চুরমার, গরমে কলকাতাকে টেক্কা, দাবদাহে নাকাল শ্রীনগর, কাশ্মীরে তাপপ্রবাহ

বৃহস্পতিবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata, IMD, Weather Update Today, Air Quality Index, Kolkata AQI, IMD, weather update, West Bengal Weather Update, Kolkata Weather Today, Kolkata Weather, West Bengal Weather, Monsoon, Rain, Rath Yatra 2024 West Bengal Weather Forecast, কলকাতা, আইএমডি, ওয়েদার আপডেট টুডে, এয়ার কোয়ালিটি ইনডেক্স, কলকাতা একিউআই, আইএমডি, ওয়েদার আপডেট, পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট, কলকাতা আবহাওয়া আজ, কলকাতার আবহাওয়া, পশ্চিমবঙ্গ আবহাওয়া, বর্ষা, বৃষ্টি"

উষ্ণ শ্রীনগর

Kashmir Heatwave: তীব্র গরম থেকে সদ্য স্বস্তি পেয়েছে কলকাতাবাসী। চলতি বছর রেকর্ড গরমের সাক্ষী থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতার পাশাপাশি দিল্লিও তীব্র গরমে নাজেহাল হয়েছে। গরমের দাবদাহ মানুষকে কাঁদিয়ে ছাড়িয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়েছে। এদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহে কাশ্মীর, শ্রীনগর গরমে ২৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লি ও কলকাতাকেও টেক্কা দিয়েছে কাশ্মীর, শ্রীনগর ।

Advertisment

বৃহস্পতিবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৬ ডিগ্রি বেশি। এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মুম্বইয়ে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ পাশাপাশি বেঙ্গালুরুতে বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কাশ্মীরের তাপমাত্রা ছাপিয়ে গিয়েছে ভারতের প্রায় সব মেট্রো শহরকে। জ্বলন্ত তাপপ্রবাহের সাক্ষী থেকে শ্রীনগর। এদিন সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি। ২৫ বছরের মধ্যে উষ্ণতম জুলাই-য়ের রেকর্ড ভেঙে দিয়েছে শ্রীনগর। ১৯৯৯ সালের জুলাই মাসে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : < Best beaches to visit during monsoon: মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতা হবেই! ভরা বর্ষায় ঢুঁ মারুন নজরকাড়া এই সি বিচগুলিতে >

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উপত্যকার অন্যান্য অংশেও এদিন তাপপ্রবাহ অব্যহত ছিল। গত কয়েক সপ্তাহ ধরেই তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে উপত্যকার বিভিন্ন অংশ। একাধিক এলাকায় জলের ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর একাধিক পরামর্শ জারি করেছে। স্কুল শিক্ষা বিভাগ ইতিমধ্যেই উপত্যকার সমস্ত স্কুলে ৮ জুলাই থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এদিন কাজিগুন্ডে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, কুপওয়ারায় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের জেরে রাজৌরি জেলায় বনাঞ্চলে দেখা দিয়েছে দাবানলও।

Srinagar Heat Wave Weather Report
Advertisment