Weather Update Today: বহু বাধা-বিপত্তি কাটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন, দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা এখন পুরোপুরি সক্রিয় হয়েছে। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলি বর্ষার মেজাজ টের পাবে। আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার টাটকা খবর
শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। আজ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া এবং দুই ২৪ পরগনায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় শনিবার সকাল থেকে মেঘলা আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ থেকে তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা শহরে।
আরও পড়ুন- WB By Election Result Live Update: মানিকতলায় এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে, বাকি তিনটিতে কে কোথায়?
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে।