/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Rain-2.jpg)
ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বৃষ্টি হলেও কাটবে না আর্দ্রতাজনিত অস্বস্তি।
দক্ষিণবঙ্গে অঙ্কের নিয়মে বর্ষা ঢুকেছে বেশ কয়েকদিন আগে। তবে এখনও পর্যন্ত ভরা বর্ষার বৃষ্টির দেখা মেলেনি। এবার দক্ষিণবঙ্গে মৌসমুী বায়ু দুর্বল, সেই কারণেই ভরা বর্ষাতেও ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাসিন্দাদের। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে শহর কলকাতা-সহ অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে।
আজও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- বঙ্গে সংক্রমণের সুনামি গতি, একদিনে আক্রান্ত চোদ্দশোর বেশি, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট
উল্টোদিকে, উত্তরবঙ্গের ছবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রাক-বর্ষার বৃষ্টি যেমন তেড়ে হয়েছে, তেমনই বর্ষা ঢোকার পর থেকেও উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি চলছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতেও দফায়-দফায় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।