WB Weather Update: বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুফানি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
শ্রাবণ মাস শেষ হতে আর মাত্র দিন কয়েক বাকি। শ্রাবণের শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং বর্ষার। ফের একবার বঙ্গোপসাগরের বুকে নতুন করে আরও একটি নিম্নচাপ (Low Depression) তৈরি হচ্ছে। তারই জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও তৈরি হয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও ভারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টি হতে পারে শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
আরও পড়ুন- SUCI-এর বনধ, ব্যাহত ট্রেন চলাচল, পথ আটকে বিক্ষোভে পুলিশের সঙ্গে তুমুল বচসা
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি পিছু ছাড়বে না শনিবারেও। আগামিকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও আজ বৃষ্টি চলবে।
আরও পড়ুন- RG Kar Case: আরজি করে ভাঙচুর-পুলিশকে মার, ধৃত বেড়ে ১৯, দুরন্ত কায়দায় জালে ৫