Advertisment

ফের আবহাওয়ার খামখেয়ালিপনা! মহালয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়

মহালয়াতেও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

author-image
IE Bangla Web Desk
New Update
chances of rain during lakshmi puja in west bengal weather update 7 oct 2022

দুর্গাপুজোয় বৃষ্টির হাত থেকে রেহাই মেলেনি।

পুজোর মুখে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। মহালয়াতেও রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল অর্থাৎ, মহলয়ার দিনে রাজ্যের উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মহালয়ার দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রগর্ভ মেঘ থেকে আগামিকাল দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisment

দুর্গাপুজো শিয়রে। আগামিকাল থেকেই দেবীপক্ষের সূচনা। মা আসছেন। আকাশ-বাতাসে পুজো-পুজো গন্ধ। পুজোর মুখে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বরাবরই উদ্বেগ থাকে। এবারও পিছু ছাড়ছে না বৃষ্টি-উদ্বেগ। এমনিতেই এবছর গোটা বর্ষায় রাজ্যজুড়ে বৃ্ষ্টির ঘাটতি রয়েছে। ভাদ্র মাসের শেষ দিক থেকে পরপর কয়েকটি নিম্নচাপে টানা কয়েকদিনের বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে পুজো এসে যাওয়ায় সেই বৃষ্টি নিয়েই ক্রমেই উদ্বেগ বাড়ছিল।

আরও পড়ুন- ভক্তদের পরম আশ্রয়, তিনিই দুর্গা আবার তিনিই কালী, সতীপীঠের দেবী নলাটেশ্বরী

আগামিকালই মহালয়া। এই মহালয়ার দিনে রাজ্যের উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরে আগামিকাল বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Ajker Rashifal bengali, 24 September 2022: বিনিয়োগে লক্ষ্মীলাভ হবে এই রাশির জাতকদের!

তবে আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও কোথাও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামিকাল হালকা বৃষ্টি হতে পারে। মোটের উপর কাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রৌদ্রজ্বল আবহাওয়া থাকার সম্ভবনাই বেশি।

weather update Rainfall in Bengal West Bengal Weather Forecast Mahalaya
Advertisment