বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু কলকাতায় নাগাড়ে তা হবে না। স্বাধীনতা দিবসে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই হতে পারে দু-এক পশলা বৃষ্টি। তবে উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টি কমতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গেগের জেলাগুলোতে তাপমাত্রা বাড়ছে। বাড়ছে অস্বস্তিও। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গুমোটভাব বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় এ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৬১ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন