Advertisment

RESCUES BY RPF: যেন সাক্ষাৎ ইশ্বর! ফিল্মি কায়দায় ঝাঁপিয়ে যাত্রীর প্রাণ বাঁচালেন RPF, সর্বত্র প্রশংসার ঝড়!

ঘটনার জেরে সামান্য চোট পেলেও প্রাণে বেঁচে যান ওই যাত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
HEROIC RESCUES

কর্তব্যরত আরপিএফের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর।

RPF OF EASTERN RAILWAY: কর্তব্যরত আরপিএফের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর। রেলসূত্রে জানা গিয়েছে, ২৬ জুন গতকাল বিকেল ৪টে বেজে ২০ মিনিটে আসানসোল ডিভিশনের মধুপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে যান এক যাত্রী।

Advertisment

সেই দৃশ্য দেখে স্টেশনে থাকা বাকি যাত্রীরা চিৎকার জুড়ে দেন। কর্তব্যরত ​​আরপিএফ কনস্টেবল এম.কে. মন্ডল প্রাণের ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। একেবারে ফিল্মি কায়দায় ওই যাত্রীকে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখান থেকে নিরাপদে টেনে তোলেন। ঘটনার জেরে সামান্য চোট পেলেও প্রাণে বেঁচে যান ওই যাত্রী।

আরও পড়ুন : < Ratan Tata: মানবিকতার অনন্য নজির! সাত মাসের কুকুর ছানার রক্তের দরকার, সাহায্য চাইলেন রতন টাটা >

রেলের তরফে ওই কর্তব্যরত RPF কনস্টেবলের প্রশংসার পাশাপাশি যাত্রীদের আরও একবার চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করা হয়।

indian railway asansol RPF
Advertisment