RPF OF EASTERN RAILWAY: কর্তব্যরত আরপিএফের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর। রেলসূত্রে জানা গিয়েছে, ২৬ জুন গতকাল বিকেল ৪টে বেজে ২০ মিনিটে আসানসোল ডিভিশনের মধুপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে যান এক যাত্রী।
সেই দৃশ্য দেখে স্টেশনে থাকা বাকি যাত্রীরা চিৎকার জুড়ে দেন। কর্তব্যরত আরপিএফ কনস্টেবল এম.কে. মন্ডল প্রাণের ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। একেবারে ফিল্মি কায়দায় ওই যাত্রীকে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখান থেকে নিরাপদে টেনে তোলেন। ঘটনার জেরে সামান্য চোট পেলেও প্রাণে বেঁচে যান ওই যাত্রী।
আরও পড়ুন : < Ratan Tata: মানবিকতার অনন্য নজির! সাত মাসের কুকুর ছানার রক্তের দরকার, সাহায্য চাইলেন রতন টাটা >
রেলের তরফে ওই কর্তব্যরত RPF কনস্টেবলের প্রশংসার পাশাপাশি যাত্রীদের আরও একবার চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করা হয়।