এবার রাজ্যের শিক্ষা দফতরকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে একটি নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সেই নির্দেশ এখনও কার্যকর না হওয়াতেই এবার শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্ট। আদগামী ১০ দিনের মধ্যে জরিমানার টাকা হাইকোর্টের লিগ্যাল এইড সার্ভিসে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
জানা গিয়েছে, এর আগে ২০১২ সালে পূর্ব মেদিনীপুরে প্রাথমিকে নিয়োগ ঘিরে বেনিয়মের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা পর্যন্ত দায়ের হয়েছিল। সেই মামলায় ২০১৬ সালে হাইকোর্ট শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বেনিয়ম খতিয়ে দেখতে উপযুক্ত তদন্তের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।
আরও পড়ুন- ‘ইন্ডিয়া’কে বেনজির আক্রমণ মোদীর, জোটের সঙ্গে জঙ্গি-তুলনা!
যদিও ২০১৬ সালে হাইকোর্টের ওই নির্দেশ এখনও কার্যকর করা হয়নি। এই অভিযোগে ফের হাইকোর্টে নতুন করে মামলা হয়। মঙ্গলবার সেই মামলায় এবার শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও আগামী ৬ সপ্তাহের মধ্যে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তদন্ত রিপোর্ট আদালতে জমার নির্দেশ দেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।