scorecardresearch

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরেছে মামলা, অভিষেককে পার্টি করতে নির্দেশ হাইকোর্টের

নিয়োগ দুর্নীতি মামলায় এবার অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যেপাধ্যায়ের।

High Court orders Abhishek to party in recruitment corruption case
নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেককে পার্টি করতে নির্দেশ।

নিয়োগ দুর্নীতি মামলায় এবার অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যেপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়োগ দুর্নীতি মামলায় পার্টি করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতি সিনহার। “তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়”, প্রশ্ন বিচারপতির।

নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। কেন্দ্রীয় সংস্থা তাঁকে চাপ দিয়ে অভিষেকের নাম বলানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন কুন্তল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ইডি চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- আজ রাতেই কলকাতায় অমিত শাহ, কাল যোগ রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে

পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিকে নিয়োগের দুটি মামলা সরে যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মামলা দুটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠিয়েছিলেন। সেই মামলার শুনানিতেই এদিন বিচারপতি সিনহা বলেন, “তদন্তকারী সংস্থা কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। এতে অসুবিধা কোথায়? তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়?” এরপরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়োগ দুর্নীতির মামলায় পার্টি করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

এদিকে, হাইকোর্টের এই নির্দেশ প্রসঙ্গে এদিন সংবদমাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “বিচারপতি বদলালেও বিচার বদলায় না। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। খুশির জোয়ারে ভাসছিল তৃণমূল, তাঁদের এবার মুখ পুড়ল।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: High court orders abhishek to party in recruitment corruption case