Advertisment

বিস্তর 'ফাঁক' শুভেন্দুর সুরক্ষায়? নালিশ শুনেই রাজ্যকে বিরাট নির্দেশ হাইকোর্টের

তাঁর নিরাপত্তায় ফাঁক থাকার অভিযোগে রাজ্যকে কাঠগড়ায় তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
High Court seeking report from the state govt on the protection of Suvendu Adhikari

বিরোধী দলনেতার সুরক্ষায় প্রশ্নের মুখে রাজ্য।

তাঁর নিরাপত্তায় ফাঁক থাকার অভিযোগে রাজ্যকে কাঠগড়ায় তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার করা সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল আদালত। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক জেড ক্যাটাগরির সুরক্ষা দিয়ে থাকে। শুভেন্দু অধিকারীর আইনজীবীদের অভিযোগ, বিরোধী দলনেতা হওয়ার সুবাদে শুভেন্দু অধিকারীর যে ধরনের সুরক্ষা পাওয়ার কথা তা দিচ্ছে না রাজ্য।

এমনকী তাঁর কনভয়ের আগে দেওয়া হচ্ছে না পাইলট কারও। শুভেন্দু যেহেতু জেড ক্যাটাগরির সুরক্ষা পেয়ে থাকেন, তাই তাঁর যাত্রার আগে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের রুট লাইনিং করা হচ্ছে না বলেও অভিযোগ তাঁর আইনজীবীদের। এমনই বেশ কিছু অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবীরা।

আরও পড়ুন- শীতের জোরালো ব্যাটিং বঙ্গে, আরও নামল রাতের পারদ, বড়দিনের আগেই কাঁপানো ঠান্ডা?

আদালত বিষয়টি শুনে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে। বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর নির্দেশে জানিয়েছেন, আাগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে এব্যাপারে রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর কোন ধরনের সুরক্ষা পাওয়ার কথা এবং বর্তমানে তাঁকে কোন ধরনের সুরক্ষা দেওয়া হচ্ছে তার বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টে রাজ্যকে জমা দিতে হবে।

আরও পড়ুন- Premium: বছরের পর বছর কলকাতার সময় রক্ষা করে যাচ্ছেন ঘড়িবাবু

Mamata Banerjee highcourt Suvendu Adhikari West Bengal Government
Advertisment