লালন শেখের মৃত্যু মামলা: হাইকোর্টে মুখ পুড়ল CBI-এর

গত বছরের ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় বগটুই কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্তের।

গত বছরের ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় বগটুই কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্তের।

author-image
IE Bangla Web Desk
New Update
highcourt directs to form sit in bagtui lalan seikh death case

লালন শেখ মৃত্যু মামলায় সিবিআইয়ের অস্বস্তি।

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু মামলার তদন্ত করবে রাজ্যই। বগটুই মামলায় কলকাতা হইকোর্টে স্বস্তি মিলল না সিবিআইয়ের। বগটুইকাণ্ডের তদন্তে এবার সিট গঠনের নির্দেশ উচ্চ আদালতের। সিআইডির থেকে তদন্তভার গেল সিটের হাতে। আইপিএস প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের।

Advertisment

গত ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় বগটুই কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের। লালনকে সিবিআই খুন করেছে বলে অভিযোগ তোলে পরিবার। লালনের পরিবারের তরফে এফআইআর দায়ের করা হয়েছিল। তারই ভিত্তিতে চলে তদন্ত। তদন্তভার যায় সিআইডির হাতে। তবে লালন শেখের মৃত্যু মামলার তদন্তভার তাঁদের হাতেই দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই।

আরও পড়ুন- ছাড় পায়নি মেয়েও! সুকন্যার গ্রেফতারিতে এই প্রথম মুখ খুলে কী বললেন অনুব্রত?

যদিও হাইকোর্ট তাঁদের সেই আবেদন খারিজ করে দিয়েছে। তবে সিবিআইকে এই মামলায় বেশ কিছু আইনি রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। আপাতত তা বহাল রখা হচ্ছে। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু তদন্তের ভার এবার সিআইডির হাত থেকে নিয়ে সিটের হাতে তুলে দিতে চায় আদালত। আদালতের নাজরদারিতেই এই মামলার তদন্তের নির্দেশ সিটকে। আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে আগামী ১ সপ্তাহের মধ্যে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।

Advertisment

এরই পাশাপাশি সিটের তদন্তে সিবিআইকেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তের স্বার্থে কোনও সিবিআই অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তাঁকে সেব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে আদালত।

SIT cbi Bagtui highcourt lalan sheikh CID