Advertisment

ইলিশের দারুন রেকর্ড! দুর্গাপুজোর ভুরিভোজ এবার জমে যাবে

গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি ইলিশ মাছ ধরা পড়েছে। তাই ইলিশ মাছের দামও পড়বে বলে আশা।

author-image
IE Bangla Web Desk
New Update
Hilsa fish will be available cheaply during Durga Puja due to abundant production , ইলিশের দারুন রেকর্ড! দুর্গাপুজোর ভুরিভোজ এবার জমে যাবে

এবার ইলিশের প্রচুর উৎপাদন হয়েছে।

রূপোলি ফসলের দাম আরও কমার ইঙ্গিত। জোগান বেশি থাকায় এবার তা মিলতে পারে দুর্গাপুজো পর্যন্ত। ফলে মাছে-ভাতে বাঙালি পুজোর সময়ও এবার সস্তায় ইলিশ মাছ পাবেন। গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি ইলিশ মাছ ধরা পড়েছে। তাই ইলিশ মাছের দামও পড়বে বলে আশা।

Advertisment

রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বিধানসভায় বলেছেন, '‌গত বছর ইলিশের উৎপাদন হয়েছিল ৫,৫৭১ মেট্রিক টন। কিন্তু এই বছর এখনও ইলিশের উৎপাদন ১১ হাজার মেট্রিক টন। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি- এই দু'মাসের জন্য ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা করা হয়েছিল। যার ফলে এই বছর অতিরিক্ত উৎপাদন হয়েছে।'‌

মৎস্য দফতর ২০২৪ সালে তিন মাসের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করেছে বলে খবর।

প্রচুর উৎপাদন হওয়ায় বাজারে ইলিশ যোগানের পরিমানও এবার বেশি। বর্ষা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। তাতেই আশা করা হচ্ছে ইলিশের জোগান আরও বাড়বে। চলতি বছর এই উৎপাদনের হার ১৭ হাজার মেট্রিক টনের বেশি হবে বলে আশা মৎস্যজীবী সমিতির। কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক বিজন মাইতি বলেছেন, 'আমরা আশা করি দুর্গাপুজো পর্যন্ত অন্তত ১৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ মৎস্যজীবীদের জালে উঠবে।'

West Bengal Hilsa Durgapuja
Advertisment