Advertisment

Hindu Jagran Manch: বাংলাদেশ জুড়ে আক্রান্ত হিন্দুরা, রাস্তায় নেমে প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের

শিয়ালদহ স্টেশন চত্ত্বর থেকে আয়োজিত হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ঘটে চলা একের পর এক অত্যাচারের ঘটনা প্রসঙ্গে আওয়াজ তোলেন সংগঠনের সদস্যরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata, Hindu Jagran Manch, Minority Hindus ,Hindu Jagran Mancha Protest,

শিয়ালদহ স্টেশন চত্ত্বর থেকে আয়োজিত হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ঘটে চলা একের পর এক অত্যাচারের ঘটনা প্রসঙ্গে আওয়াজ তোলেন সংগঠনের সদস্যরা। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

Bangladesh Crisis: বাংলাদেশে ক্ষমতার পালাবাদল, তার জেরে ঘটে চলা হিন্দুদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে এবার পথে নেমে বিক্ষোভ দেখাল হিন্দু জাগরণ মঞ্চ। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ঘটে চলা নির্মম অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ হাই কমিশনে পৌঁছে স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের তরফে।

Advertisment

শিয়ালদহ স্টেশন চত্ত্বর থেকে আয়োজিত হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ঘটে চলা একের পর এক অত্যাচারের ঘটনা প্রসঙ্গে আওয়াজ তোলেন সংগঠনের সদস্যরা। বাংলাদেশ হাই কমিশনের সামনের রাস্তা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকরা। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি ।

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের অছিলায় সংখ্যালঘু হিন্দুদের জীবন, সম্পত্তি, নারীদের সম্ভ্রম বিপন্ন। সারা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার চলছে অবাধে। প্রকাশ্যে খুন হতে হচ্ছে হিন্দুদের। চলছে মহিলাদের সম্ভ্রম লুট। এরই প্রতিবাদে এদিন পথে নেমে বিক্ষোভ দেখায় হিন্দু জাগরণ মঞ্চ। সেই সঙ্গে হিন্দুদের উপর ঘটে চলা অত্যাচারে কেন চুপ বুদ্ধিজীবীরা তোলা হয় সেই প্রশ্নও। সেনা ও পুলিশের প্রচ্ছন্ন মদতেই চলছে এই ধরণের নারকীয় অত্যাচার বলেও দাবি করা হয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে।

আরও পড়ুন - < Muhammad Yunus: আজই বাংলাদেশের দায়িত্বে জামাইবাবু মহম্মদ ইউনুস, এপার বাংলার বাড়িতে বসে কী আবদার শ্যালকের? >

কোটা বিরোধী আন্দোলনের পর শেখ হাসিনার পতদ্যাগের দাবিতে উত্তাল হয়েছে বাংলাদেশ। পরিস্থিতি এতটাই সংকটে পৌঁছায় যে গত সোমবার তড়িঘড়ি দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালায় উন্মত্ত জনতা। হামলা করা হয় বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপরও। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ইসকন মন্দির , কালী মন্দির, কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তি।

এসবের পিছনে মুসলিম চরমপন্থী মৌলবাদীদের পূর্ব কল্পনাকে দায়ী করেছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। সংগঠনের তরফে এদিন দাবি করা হয়, পরিকল্পনা করে বাংলাদেশকে হিন্দুশুন্য করে দেওয়ার যে ঘৃণ্য চক্রান্ত চলছে তার প্রতিবাদেই এদিনের এই মিছিল। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বাংলাদেশ হাই কমিশনে পৌঁছে স্মারকলিপি প্রদান করা হয়।

Bangladesh Quota Protest
Advertisment