আবারও সর্বভারতীয়স্তরে বাজিমাত বাংলার শিক্ষা প্রতিষ্ঠানের। তাকলাগানো সাফল্য ঝুলিতে পুরে ফেলেছে উত্তর ২৪ পরগনা জেলার নামী এই কলেজটি। বাংলায় জাতীয়স্তরে এমন স্বীকৃতি খুব কম কলেজই পেয়েছে এর আগে। কলকাতা লাগোয়া এই জেলার কলেজ পরিচালন সমিতির সভাপতি কামারহাটির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।
উত্তর ২৪ পরগনা জেলার হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন। NAAC-এর মূল্যায়নে নজরকাড়া সাফল্য ঝুলিতে পুরেছে এই কলেজ। A + গ্রেড পেয়ে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনস এখন জোর চর্চায়। ২০১৬ সালে B ++ গ্রেড পেয়েছিল এই কলেজটি।
NAAC-এর এই তৃতীয়বার মূল্যায়নে A + গ্রেড পেয়ে রাজ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই কলেজ। A + গ্রেড দেশে উচ্চমানের কলেজ ও বিশ্বাবিদ্যালয়গুলি পেয়ে থাকে। পশ্চিমবঙ্গে এর আগে বেথুন কলেজের মতো অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ এই মর্যাদা পেয়েছিল।
আরও পড়ুন- Premium: কলকাতার এই প্রবীণ সংগ্রহ করেন উনিশ শতকের অমূল্য সব ‘সুচ-সুতোর’ ভালোবাসা
এবার ছাত্রীদের শিক্ষাদানে অনন্য সাধারণ ভূমিকা পালনের জন্য হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন পেল জাতীয়স্তরের এই অসামান্য স্বীকৃতি। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন্স ৩.৩৩ CGPA পেয়ে পিছনে ফেলেছে দেশের তামাম তাবড় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে।
আরও পড়ুন- Bengal Weather Update: বর্ষশেষে শীত-ঘুমে শীত! জমাটি ঠান্ডার তুফানি কামব্যাক কবে?
দক্ষিণেশ্বরে অবস্থিত এই কলেজের অধ্যক্ষা সোমা ঘোষ জানিয়েছেন, তাঁদের অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রীদের নিরন্তর প্রয়াসের জেরেই নজিরবিহীন এই সাফল্য এসেছে। প্রসঙ্গত এই কলেজের পরিচালন সমিতির সভাপতি বিধায়ক মদন মিত্র। কলেজের উন্নয়নে তাঁর অবদানেরও উল্লেখ করেছে অধ্যক্ষা সোমা ঘোষ।