scorecardresearch

কেলেঙ্কারিতে জড়াতে পারেন মিঠুন! ‘মহাগুরু’কে নিয়ে সাঙ্ঘাতিক দুশ্চিন্তায় হিরণ

কী হতে পারে মিঠুনের?

hiran chaterjee dev mithun chakrabarty cattle smuggling case, কেলেঙ্কারিতে জড়াতে পারেন মিঠুন! 'মহাগুরু'কে নিয়ে সাঙ্ঘাতিক দুশ্চিন্তায় হিরণ
মিঠুন চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়।

আপাতত দলবদল নয়। বিজেপিতেই থাকছেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। শনিবার নিজেই সেকথা জানিয়েছেন খড়্গপুরের বিজেপি বিধায়ক। ‘বিকৃত ছবি’ নিয়ে তৃণমূলকে চরম আক্রমণ করেছেন তিনি। পাশাপাশি দুর্নীতি নিয়ে বলতে গিয়ে হিরণ জোর নিশানা করেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা সুপারস্টার দেব-কে। ‘প্রজাপতি’তে অভিনয়ের জন্য দুর্নীতির দাগ বিজেপি নেতা ‘মহাগুরু’ মিঠুনের গায়ে লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন হিরণ।

গরু পাচার মামলায় ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের নাম জড়িয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে দেবকে। যা নিয়ে দেবকে আগেই নিশানা করেছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। দাবি করেছিলেন, দেব নাকি এনামুলের থেকে টাকা নিয়ে সিনেমা বানিয়েছেন। টাকার অঙ্ক প্রায় পাঁচ কোটি।

শনিবারও একই দাবি করেছেন হিরণ। সঙ্গে যোগ করে বলেছেন, ‘এনামুলের থেকে টাকা নিয়েছেন দেব। যদি দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে জেলে যেতে হতে পারে ওকে।’ এরপরই মিঠুন চক্রবর্তী প্রসঙ্গ উত্থাপন করেন। বলেন, ‘মিঠুনদা অত্যন্ত সৎ, সরল মানুষ। কিন্তু উনি দীপক অধিকারীর প্রযোজনা সংস্থায় প্রজাপতি সিনেমাটি করেছেন। ফলে দেব দোষী সাব্যস্ত হলে গোটা বিষয়টায় জড়িয়ে পড়বেন মিঠুন চক্রবর্তী। সেক্ষেত্রে আবারও তাঁকে টাকা ফেরত দিতে হতে পারে।’

আরও পড়ুন- দরজার পাল্টা জানালা! অভিষেকের হুঙ্কার ফেরালেন হিরণ

কেন বারে বারে দেবকে নিশানা করছেন হিরণ চট্টোপাধ্যায়? খড়্গপুরের বিজেপি বিধায়কের দাবি, ‘আমি ওকে আক্রমণ করছি না। যা খবরে দেখছি তাই বলছি। সঙ্গে মুঠুন দাকে নিয়ে আশঙ্কা প্রকাশ করছি। আমার সঙ্গে দেবের কোনও গন্ডগোল নেই। ও নির্দোষ প্রমাণিত হলে আমি সবার আগে ওকে শুভেচ্ছা জানাব।’

এর আগে এনামুলের টাকায় সিনেমা বানানোর অভিযোগ প্রসঙ্গে দেব বলেছিলেন, ‘কাটমানি কী জানি না, এনামুলকে চিনি না, দেব কখনও এমন কাজ করেনি যে মাথা নত করতে হবে। কারও থেকে টাকা নিয়ে আমি ছবি করি না। আর আমাকে যেদিন ডেকেছিল আমি সেদিনই গেছি। অন্য কোনও তারিখও চাইনি। দেব এখনও ছাতি ফুলিয়ে ঘুরে বেড়ায়। বিদেশে যখন যায় তখন নিজের টাকায় যায়।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Hiran chaterjee dev mithun chakrabarty cattle smuggling case