Muhammad Yunus: আজই বাংলাদেশের দায়িত্ব নিতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের শ্বশুরবাড়ি এপার বাংলায়। আজ যখন ওপার বাংলার দায়িত্ব নিতে চলেছেন জামাইবাবু, তখন এপার বাংলার বাড়িতে বসে ইউনিসের কাছে কী আবদার শ্যালকের? ইউনুস সম্পর্কে অজানা আরও নানা কথা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন তাঁর শ্যাল আসফাক হোসেন।
আজই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। বৃহস্পতিবারই তিনি দেশে ফিরেছেন। ইউনিসের হাত ধরেই নতুনভাবে পথ চলার আশায় বুক বেধেছেন ওপার বাংলার মানুষজন। সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন ইউনুসও। আজ সন্ধ্যে বাংলাদেশের শপথ নেবে অন্তর্বর্তী সরকার।
তার আগে বর্ধমান শহরের লস্করদিঘির বাড়িতে বসে জামাইবাবু মহম্মদ ইউনুসের কাছে বেশ কয়েকটি দাবি রেখেছেন আসফাক হোসেন ও তাঁর স্ত্রী। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, এখনও নিয়মিত তাঁদের পরিবারের সঙ্গে ইউনুসের যোগাযোগ রয়েছে। জামাইবাবুর হাত ধরে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বলে তাঁরা বিশ্বাস করেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আসফাক হোসেন বলেন, "ওঁর কাছে আবেদন, যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে সেই ব্যবস্থা করুন। হিন্দু, মুসলিম খ্রিস্টান সকলে মিলে মিশে থাকুন। ভারতের সঙ্গে আরও মধুর সম্পর্ক গড়ে তুলুন।" জামাইবাবু ইউনুসের প্রতি অগাধ ভরসা আসফাকের।
তিনি জানিয়েছেন তাঁর জামাইবাবু, গরিবদের জন্য সব সময় ভাবনা-চিন্তা করেন। গরিবদের আয় বাড়ানো কীভাবে যায়, কীভাবে দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় সেই ব্যাপারে এর আগেও তাঁর সঙ্গে কথা হয়েছে জামাইবাবুর। বাংলাদেশের দায়িত্ব নিয়ে যাতে সেইসব কাজ গুলিই আরও ভালোভাবে তিনি করতে পারেন সেই আশা করছেন আসফাক। তবে একইসঙ্গে বাংলাদেশের ভিসা যাতে আরও তাড়াতাড়ি কম সময়ের মধ্যে পাওয়া যায় সেব্যাপারে জামাইবাবু ইউনুসকে তৎপর হতে আবেদন জানাবেন বলেও জানিয়েছেন।