Advertisment

Muhammad Yunus: আজই বাংলাদেশের দায়িত্বে জামাইবাবু মহম্মদ ইউনুস, এপার বাংলার বাড়িতে বসে কী আবদার শ্যালকের?

Bangladesh News: শেখ হাসিনা জামানার অবসানের পরেও বাংলাদেশে হিংসার আগুন নেভেনি। এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের মতো অভিযোগ মিলছে। ওপার বাংলার একাধিক প্রান্তে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ ক্রমশ গাঢ় হচ্ছে। এই পরিস্থিতিতে আজ বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ।

author-image
IE Bangla Web Desk
New Update
His brother-in-law, a resident of West Bengal, has made several demands to bangladesh interim government head Muhammad Yunus, বাংলাদেশ, মহম্মদ ইউনুস

জামাইবাবু মহম্মদ ইউনুসের সঙ্গে ছবির ডানদিকে শ্যালক আসফাক হোসেন।

Muhammad Yunus: আজই বাংলাদেশের দায়িত্ব নিতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের শ্বশুরবাড়ি এপার বাংলায়। আজ যখন ওপার বাংলার দায়িত্ব নিতে চলেছেন জামাইবাবু, তখন এপার বাংলার বাড়িতে বসে ইউনিসের কাছে কী আবদার শ্যালকের? ইউনুস সম্পর্কে অজানা আরও নানা কথা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন তাঁর শ্যাল আসফাক হোসেন।

Advertisment

আজই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। বৃহস্পতিবারই তিনি দেশে ফিরেছেন। ইউনিসের হাত ধরেই নতুনভাবে পথ চলার আশায় বুক বেধেছেন ওপার বাংলার মানুষজন। সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন ইউনুসও। আজ সন্ধ্যে বাংলাদেশের শপথ নেবে অন্তর্বর্তী সরকার।

তার আগে বর্ধমান শহরের লস্করদিঘির বাড়িতে বসে জামাইবাবু মহম্মদ ইউনুসের কাছে বেশ কয়েকটি দাবি রেখেছেন আসফাক হোসেন ও তাঁর স্ত্রী। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, এখনও নিয়মিত তাঁদের পরিবারের সঙ্গে ইউনুসের যোগাযোগ রয়েছে। জামাইবাবুর হাত ধরে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বলে তাঁরা বিশ্বাস করেন।

আরও পড়ুন- Bengal’s former CM Buddhadeb Bhattacharya Death: পিস ওয়ার্ল্ডে শায়িত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, আগামিকাল শেষ শ্রদ্ধার পর NRS-এ দেহদান

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আসফাক হোসেন বলেন, "ওঁর কাছে আবেদন, যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে সেই ব্যবস্থা করুন। হিন্দু, মুসলিম খ্রিস্টান সকলে মিলে মিশে থাকুন। ভারতের সঙ্গে আরও মধুর সম্পর্ক গড়ে তুলুন।" জামাইবাবু ইউনুসের প্রতি অগাধ ভরসা আসফাকের।

আরও পড়ুন- Buddhadeb Bhattacharjee Death: ‘রাজনৈতিক মতবিরোধ থাকলেও সৌজন্য সবার উপরে’, শোকবার্তায় গলা ধরে এল মমতার

তিনি জানিয়েছেন তাঁর জামাইবাবু, গরিবদের জন্য সব সময় ভাবনা-চিন্তা করেন। গরিবদের আয় বাড়ানো কীভাবে যায়, কীভাবে দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় সেই ব্যাপারে এর আগেও তাঁর সঙ্গে কথা হয়েছে জামাইবাবুর। বাংলাদেশের দায়িত্ব নিয়ে যাতে সেইসব কাজ গুলিই আরও ভালোভাবে তিনি করতে পারেন সেই আশা করছেন আসফাক। তবে একইসঙ্গে বাংলাদেশের ভিসা যাতে আরও তাড়াতাড়ি কম সময়ের মধ্যে পাওয়া যায় সেব্যাপারে জামাইবাবু ইউনুসকে তৎপর হতে আবেদন জানাবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন- Bengal’s former CM Buddhadeb Bhattacharya Death News: বুদ্ধবাবুর প্রয়াণে পূর্ণদিবস সরকারি ছুটি, গান স্যালুটে বিদায়, পাম অ্যাভিনিউয়ে মমতা

Bangladesh West Bengal Purba Bardhaman Muhammad Yunus
Advertisment