Advertisment

কীসের টাকা? কাদের মদত? শান্তনুর কুবেরের ধনের উৎস কী? বোমা ফাটালেন স্ত্রী প্রিয়াঙ্কা

এবার প্রকাশ্যে এলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
his wife Priyanka Banerjee opened up about Shantanu's huge property

এবার মুখ খুললেন শান্তনু ব্যানার্জির স্ত্রী প্রিয়াঙ্কা।

এবার প্রকাশ্যে এলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্বামীর বিপুল পরিমাণ সম্পত্তির উৎস নিয়ে মুখ খুললেন। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এখনও তাঁকে ডাকেনি। তবে কেন্দ্রীয় সংস্থা তলব করলেই তিনি যাবেন। ইডির সঙ্গে তদন্তে সব সহযোগিতা করবেন বলেও আশ্বাস প্রিয়াঙ্কার। বিপুল পরিমাণ সম্পত্তি গড়তে শান্তনু টাকা কোথায় পেলেন? সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কার জবাব, 'টাকা কীভাবে জোগাড় হয়েছে সেটা শান্তনুই জানে।'

Advertisment

নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু গ্রেফতার হলেও এখও তাঁর স্ত্রীকে ডেকে পাঠায়নি ইডি। শনিবার সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে এমনই দাবি করলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি চাকরি বিক্রির টাকায় হুগলি জুড়ে কার্যত সাম্রাজ্য বিস্তার করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর জমি, বাড়ি, ফ্ল্যাট, গেস্ট হাউস, ধাবার সন্ধান মিলেছে। মাত্র কয়েক বছরের মধ্যেই শাসকদল তৃণমূলের ছত্রছায়ায় থেকে বেনিয়মের বেতাজ বাদশা হয়ে উঠেছেলিন সদ্য বহিষ্কৃত তৃণমূলের এই যুব নেতা।

আরও পড়ুন- সরকারি টাকায় গেস্ট হাউসের পাড় বাঁধান শান্তনু, চাকরি বিক্রির অর্থে হুগলি জুড়ে সাম্রাজ্য

স্বামীর পাহাড় প্রমাণ এই সম্পত্তি প্রসঙ্গে স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'ওর সম্পত্তি নিয়ে আমার কিছু জানা নেই। ধাবা, গেস্ট হাউস গত বছর হয়েছিল। টাকা কীভাবে জোগাড় হয়েছে সেটা শান্তনু জানে।' কুন্তল ঘোষের সঙ্গে তাঁর বা শান্তনুর পরিচয় সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, 'কুন্তলকে চিনতাম। পাড়ার ছেলে হিসেবেই চিনতাম। বাড়ির কোনও অনুষ্ঠান হলে কুন্তল আমন্ত্রিত থাকতেন। কয়েক বছরের যোগাযোগ ওর সঙ্গে।'

ইডি এখন তাঁকে না ডাকলেও যদি ডাকে তিনি যাবেন। এপ্রসঙ্গে তিনি বলেন, 'ইডি ডাকলে যাব, সব সহযোগিতা করব। শান্তনু রাজনীতি করে এটাই জানতাম। আলাদা করে কোনও কথা জানা ছিল না। তবে আমি এখনও মনে করি ও নির্দোষ। সেটা সময় হলে সবাই বুঝতে পারবে। ও কীভাবে কী করেছে সবটা আমি জানি না।'

আরও পড়ুন- রাহুল নন, BJP বিরোধিতায় মমতাই ‘বল-ভরসা’, ‘অনড় বিশ্বাস’ অখিলেশের

প্রিয়াঙ্কার সঙ্গে ভাব-ভালোবাসা করেই বিয়ে হয়েছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। ২০০৫-এ দুই বাড়ির মতেই বিয়ে হয়। রাজনীতির চল ছিল শান্তনুদের বাড়িতে। শান্তনুও অল্প বয়স থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন। বিয়ের পর প্রিয়াঙ্কাও শান্তনুর সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিভিন্ন সময়ে শাসকদলের তাবড় নেতা-মন্ত্রীদের সঙ্গে একমঞ্চে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কাকেও।

WB SSC Scam Shantanu Banerjee ED Kuntal Ghosh
Advertisment