আলিপুর সংশোধনাগার বারুইপুরে স্থানান্তরিত হয়েছে। সেখানে হিডকো স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি সংগ্রহশালা বা মিউজিয়াম তৈরি করেছে। সেই আলিপুর মিউজিয়ামের উদ্বোধনে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বদল নিয়ে নাম না করে বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisment
মুখ্যমন্ত্রী বলেন, 'এমন একটা সময় এসেছে যখন আমাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে। কেন? কারণ বাস্তবকে পাল্টে দেওয়া হচ্ছে। রাজনৈতিক কারণে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব পাল্টে দিচ্ছে। সেই কারণে স্বাধীনতার ৭৫ বছরে আমরা এই মিউজিয়াম করলাম, যাতে নতুন প্রজন্ম স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে প্রকৃত সত্যটা জানতে পারে।'
গত কয়েক বছর ধরেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে দেশের ইতিহাস বদলের অভিযোগ করছে বিরোধী দলগুলি। এ দিন বাংলার মুখ্যমন্ত্রী সেই অভিযোগ আরও গাঢ় করলেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণে রাখতে তৃণমূল সরকারের কাজেরখতিয়ান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'আমাদের স্বাধীনতার ঐতিহাসিক লড়াইয়ের কথা হয়তো নতুন প্রজন্ম জানতেই পারবে না। তাই প্রয়োজন ইতিহাস সংরক্ষণের। বিধানসভাতেও আমরা করছি। নেতাজি সংক্রান্ত যে ফাইল আমাদের কাছে ছিল, তা প্রকাশ করে দিয়েছি। তা ডিজিটাইজ করা হয়েছে।'
নতুন প্রজন্মের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, 'নেতায় নেতায় আদর্শে বিরোধ থাকতে পারে, কিন্তু সম্মানে সম্মানের বিরোধ থাকতে পারে বলে আমি মনে করি না। দেশকে যাঁরা স্বাধীন করে প্রাণ দিয়ে গিয়েছেন, আমাদের কি দায়িত্ব নয়, তাঁদের স্মরণে রাখা?'