Kolkata Weather Today: তীব্র গরমে নাকাল হবেন দক্ষিণবঙ্গের মানুষজন। তাপমাত্রা একধাক্কায় বাড়তে চলেছে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বেশ কয়েকটি জেলায় চলতি রবিবার থেকেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। বাড়ির বাইরে বেরনোর আগে সতর্ক থাকা জরুরি মত চিকিৎসকদের একাংশের।
দোলের পরই তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। সকাল ও সন্ধ্যার পর মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে সূর্যের প্রখর তেজে অস্বস্তি বাড়বে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ দোল (Dol)। দোলের দিন কেমন থাকবে আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সকাল এবং সন্ধ্যের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলার দিকে সূর্যের প্রখর তেজে রীতিমতো অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দিন কয়েকের মধ্যেই জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তিলোত্তমা মহানগরী তাপমাত্রা এখনই ৩৫ ডিগ্রি পৌঁছোতে পারে। সব মিলিয়ে মার্চ মাসের ১৬ বা ১৭ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম পরিস্থিতি তৈরির আশঙ্কাও রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা গতকালের তুলনায় বেশি।
শহর কলকাতায় সকাল ও সন্ধ্যের দিকে মনোরম আবহাওয়া। বেলা বাড়লে কলকাতা শহরের তাপমাত্রা চড়চড়িয়ে বাড়বে। সূর্যের প্রখর তেজে রীতিমতো নাজেহাল পরিস্থিতি তৈরি হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬° সেলসিয়াসের আশেপাশে থাকবে।
অপর দিকে দোলের দিন শুক্রবার উত্তরবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।