এবার দিল্লির পথে বাংলার ডিএ আন্দোলন। সংগ্রামী যৌথ মঞ্চকে দিল্লির যন্তর মন্তরে ধর্নার অনুমতি দিল অমিত শাহের মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের সেই অনুমতি মেলার পরেই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে এবার রাজধানী সফরের তোড়জোড় তুঙ্গে এরাজ্যের সরকারি কর্মচারীদের একাংশের। বকেয়া ডিএর দাবিতে এবার খাস দিল্লিতে ধর্নায় বসবেন এরাজ্যের সরকারি কর্মচারীরা।
বকেযা ডিএ-র দাবিতে কলকাতার ধর্মতলার শহিদ মিনার চত্বরে গত দু'মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মচারীদের একটি অংশ। যৌথ সংগ্রামী মঞ্চের ব্যানারে বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে চলছে নাছোড় লড়াই। ডিএর দাবিতে সুর আরও চড়া করতে দিল্লিতে গিয়ে ধর্নার ব্যাপারে পরিকল্পনা করেছিল যৌথ সংগ্রামী মঞ্চ। সেই মতো দিল্লির যন্তর মন্তরে ধর্নার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনমুতি চাওয়া হয়েছিল।
আরও পড়ুন- কুড়মিদের একরোখা আন্দোলনে স্তব্ধ জঙ্গলমহল, টানা অবরোধে আজও বহু ট্রেন বাতিল
এবার মিলেছে সেই অনুমতি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসবে যৌথ সংগ্রামী মঞ্চ। কেন্দ্রীয় হারে ডিএ ও বাংলায় সব ধরনের সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ। গত দু'মাস ধরে কলকাতায় ধর্না চালিয়ে গেলেও এবার বাংলার সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দিল্লি কাঁপাতে তৈরি যৌথ সংগ্রামী মঞ্চ।
আরও পড়ুন- পাহাড় কোলে ঘুমিয়ে ছোট্ট গ্রাম, অপূর্ব এই এলাকার নৈস্বর্গিক শোভা হৃদয় জুড়োবে