Advertisment

উলটপূরাণে অস্বস্তিতে নবান্ন! কেন্দ্রের কাছে বাকি কোটি কোটি, টাকা চেয়ে চাপ শাহী মন্ত্রকের

কী বলছে মমতা সরকার?

author-image
IE Bangla Web Desk
New Update
tmc again wrote to delhi police seeking political programme in delhi

আবারও অমিত শাহের নিয়ন্ত্রণাধীন বিভাগে চিঠি তৃণমূলের।

টাকা চেয়ে এবার নবান্নকে পাল্টা চাপে ফেলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অবিলম্বে বকেয়ার ১৮৫২ কোটি টাকা মেটানোর জন্য অমিত শাহর মন্ত্রকের তরফে রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। নানা সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে বাংলায়। সেই পারিশ্রমিকের বাবদ কোটি কোটি বকেয়া অর্থ এখনও বাকি রয়েছে

বলে দাবি করেছে মোদী সরকার।

Advertisment

রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের কাছে যে চিঠি মন্ত্রক পাঠিয়েছে, তাতে জানানো হয়েছে, গত বছর ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বাবদ বকেয়া খাতে রাজ্যের বাকি প্রায় ১৮০৬ কোটি টাকা। গত বছরের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও বকেয়া হয়েছে প্রায় ২১ কোটি টাকা। মন্ত্রকের নিয়ম অনুযায়ী, এই খাতে ৯০ দিনের মধ্যে অর্থ মিটিয়ে না দিলে বকেয়ার উপর ২.৫ শতাংশ হারে জরিমানা হয়। যার পরিমাণ প্রায় ৪৪ কোটি টাকা। সব মিলিয়ে কেন্দ্রকে প্রায় ১৮৫২ কোটি টাকা দিতে হবে রাজ্যের তরফে।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের মুখে অস্বস্তি জোড়াফুলে, ব্লক সভাপতির অপসারণ চেয়ে মিছিল তৃণমূলেরই অন্য গোষ্ঠীর

এই চিঠি প্রসঙ্গে রাজ্যের যুক্তি, কেন্দ্রীয় বাহিনী সাধারণত নিজে থেকে নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর দাবি করে না। জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসে। এ রাজ্যে গত কয়েকটি নির্বাচনে বিপুল সংখ্যক বাহিনী পাঠানো হয়েছিল। ফলে যে কর্তৃপক্ষ বাহিনী পাঠানোর সুপারিশ করেন, তাদেরই খরচের বিষয়টা দেখা দরকার বলে মনে করছে নবান্ন।

রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর পদত্যাগের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বকেয়া আটকে রাখারও অভিযোগ তুলেছে নবান্ন। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর বকেয়া টাকা চেয়ে রাজ্যের উপর স্বরাষ্ট্র মন্ত্রকের চাপ বৃদ্ধির চিঠি বেশ তাৎপর্যবাহী।

Mamata Government Home Ministry Central Force amit shah Nabanna
Advertisment