Advertisment

'বাংলার মৃত্য়ুর হার বেশি...একটা গোষ্ঠী লকডাউন মানছে না', রাজ্য়কে ফের পত্রাঘাত কেন্দ্রের

''বাংলায় করোনায় মৃত্য়ুর হার ১৩.২ শতাংশ, যা অন্য় রাজ্য়ের মৃত্য়ুর হারের তুলনায় বেশি। নজরদারি ও চিহ্নিতকরণের অভাবের জেরেই এমনটা হয়েছে''।

author-image
IE Bangla Web Desk
New Update
lockdown, লকডাউন

অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের চিঠি দিল কেন্দ্র। করোনা পরিস্থিতিতে রাজ্য়ের ভূমিকার সমালোচনা করে মুখ্য়সচিব রাজীব সিনহাকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। অন্য়ান্য় রাজ্য়ের তুলনায় বাংলায় করোনায় মৃত্য়ুর হার বেশি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। নজরদারির অভাবের জেরেই এমনটা হয়েছে বলে চিঠিতে লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

Advertisment

মুখ্য়সচিবকে চিঠিতে ঠিক কী লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব?

রাজীব সিনহাকে পাঠানো চিঠিতে অজয় ভাল্লা লিখেছেন, ''বাংলায় করোনায় মৃত্য়ুর হার ১৩.২ শতাংশ, যা অন্য় রাজ্য়ের মৃত্য়ুর হারের তুলনায় বেশি। নজরদারি ও চিহ্নিতকরণের অভাবের জেরেই এমনটা হয়েছে। জনবহুল এলাকায় আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে''।

আরও পড়ুন: বাংলায় করোনায় মৃত আরও ৪, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২: স্বরাষ্ট্রসচিব

বাংলায় লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না বলে অভিযোগ জানানো হয়েছে। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব লিখেছেন, ''কলকাতা ও হাওড়ায় লকডাউন অমান্য় করা হয়েছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী কিছু এলাকায় লকডাউন ভেঙেছে। ওই এলাকায় পুলিশ আক্রান্ত হয়েছে। লকডাউন কঠোরভাবে পালন করতে হবে''।

চিঠিতে বলা হয়েছে, ''বাংলায় কোয়ারেন্টিন সুবিধার অভাবও উদ্বেগের। মাস্ক না পরেই রাস্তায় অবাধে ঘোরাঘুরি করছে মানুষ। বাজারগুলোতে উপচে পড়া ভিড়। নদীতে স্নান করছে লোকেরা। রাস্তায় ক্রিকেট-ফুটবল খেলা হচ্ছে। নজরদারির অভাবের জেরেই এসব হচ্ছে''।

চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আরও লিখেছেন, ''সরকারি নির্দেশিকা মেনে গরিব ও পরিযায়ী শ্রমিকদের দিকে নজর দিক রাজ্য়...দার্জিলিং, শিলিগুড়িতে চা শ্রমিকদের দিকেও নজর দেওয়া হোক''।

এদিকে, বাংলায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে ভাইরাসে মৃত বেড়ে হল ৭২। রাজ্য়ে করোনায় নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। রাজ্য়ে করোনায় মোট আক্রান্ত ১ হাজার ৪৫৬। এই মুহূর্তে বাংলায় করোনায় চিকিৎসাধীন ১০৪৭ জন। আজ একজনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। রাজ্য়ে মোট করোনা-মুক্ত হয়েছেন ২৬৫ জন, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment