তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় চুঁচুড়ার খাদিনা মোড়ে। পাল্টা মিছিলের নামে তৃণমূল বিধায়কের গাড়ি আটকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে সরগরম চুঁচুড়া। থানায় অভিযোগ দায়ের।
ঠিক কী ঘটেঠছিল শুক্রবার বিকেলে? চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, তিনি বিধানসভা থেকে ফিরছিলেন। ঠিক সেই সময়ে চুঁচুড়ার খাদিনা মোড় চত্বর দিয়ে যাচ্ছিল বিজেপির মিছিল। বিধায়কের অভিযোগ, মিছিল করে এসে তাঁর গাড়ি ঘিরে ধরেন বিজেপি কর্মীরা। যদিও বিজেপি পুরোপুরি সেই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, বিধায়ক গাড়ি থেকে নেমে বচসায় জড়াতেই কাছে থাকা তৃণমূল কার্যালয় থেকে ছুটে যান শাসকদলের কর্মীরা।
দু'পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয়ে যায়। এক সময় বিধায়ক অসিত মজুমদারকেও লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা যায়। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে রীতিমতো মারামারি শুরু হয়ে যায়। বিজেপির অভিযোগ, ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে দলের কর্মীদের বিজেপি কর্মীদের উপর হামলা চালাতে নির্দেশ দিয়েছেন বিধায়ক অসিত মজুমদার।
তাঁদের আরও অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে তৃণমূলের কর্মীরা এসে লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায়। চুঁচুড়া থানায় অভিযোগ জানাতে এলেও বিজেপি কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওযা হয় বলে অভিযোগ। যদিও বিজেপির উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাল্টা বিজেপির বিরুদ্ধেই প্ররোচনা ও হামলার অভিযোগ শাসকদলের।
আরও পড়ুন- বহুবার ভাঙাগড়া, হাজারো বিতর্ক, তারমধ্যেও পুণ্যার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্র কেশবদেও মন্দির
তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, ''ওদের মিছিলের পিছনেই আমি গাড়ি নিয়ে আসছিলাম। বলছে পিসি চোর, ভাইপো চোর। তপন চোর, অসিত চোর। অসিত চোরের গাড়ি যাচ্ছে ধর ধর। বলে আমার হাত টেনে ধরছে। আমি ভদ্রতা করে গাড়ির কাচ নামিয়ে রেখেছিলাম। আমি গাড়ি থেকে নামতেই আমার সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আমাদের মেয়েরা রাখির একটি অনুষ্ঠানের তোড়জোড় করছিল। ওরা আমার সঙ্গে ঝামেলা হচ্ছে দেখে তখন ঝাঁপিয়ে পড়ে। আমরা সংখ্যায় বেশি ছিলাম। আমাদের মেয়েরা যা করার করেছে, তখন পালিয়েছে।''
তিনি আরও বলেন, ''আমরা যদি মনে করি একদিনে ফাঁকা করে দেব, ফাঁকা করে দেব তো। আমি একটা জনপ্রতিনিধি। ২১ হাজার ভোটে লকেটকে হারিয়েছি। পুজো করব নাকি। আমাকে চোর বলে হাত ধরে টানছে। আমি প্রতিহত না করলে ফিজিকালি অ্যাসল্ট করত। আপনাকে কেউ মারলে পড়ে পড়ে মার খাবেন?''
অন্যদিকে বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বলেন, ''এসএসসি দুর্নীতি নিয়ে মিছিল চলছিল। বিধায়ক নিজে এসে দলবল নিয়ে অত্যাচার করলেন। আমাদের দলের ভাইস প্রেসিডেন্টের বাড়িতেও হামলা হয়েছে। আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে। থানার সামনেও আক্রমণ হয়েছে। এটা চরম নিন্দনীয়। আমাদের কার্যকর্তাদের মোবাইল চুরি করে নিয়ে গিয়েছে।''