Advertisment

লকআপে 'গোপাল'! শ্রীকৃষ্ণের আরাধনায় পুলিশকর্মীরা, জন্মাষ্টমীতে অভূতপূর্ব ছবি বাংলার এতল্লাটে

Janmashtami 2024: থানায় জন্মাষ্টমী পালনকে কেন্দ্র করে গোটা এলাকা যেন উৎসবে মেতে উঠেছিল। এলাকাবাসীরা অন্যবারের মতো এবারেও জন্মাষ্টমীতে জড়ো হয়েছিলেন থানায়। জন্মাষ্টমী উপলক্ষে রঙিন আলোকমালায় সেজে উঠেছিল থানা। পুলিশকর্মীদের মধ্যে ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
hooghly mogra bansberia police station janmashtami 2024 celebrations, হুগলি মগরা বাঁশবেড়িয়া, জন্মাষ্টমী, পুলিশ ফাঁড়িতে জন্মাষ্টমী

পুলিশ লক-আপের ভিতরে ছোট্ট গোপাল!

Janmashtami 2024: ছোট্ট 'নাড়ুগোপাল' একাই রয়েছেন কারাগারে। বাইরে তখন চলছে ভোগ বিতরণ। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধানায় অভূতপূর্ব ছবি ধরা পড়েছিল হুগলির মগরার বাঁশবেড়িয়া মিল ফাঁড়িতে। প্রতি বছরের মতো এবারেও ধুমধাম করে জন্মাষ্টমী পালিত হল এই পুলিশ ফাঁড়িতে। শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসে প্রতি বছরের মতো এবারও এখানকার পুলিশ ফাঁড়ির জন্মাষ্টমী উৎসব পালন ঘিরে এলাকাবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

Advertisment

প্রায় ৭৫ বছর ধরে এভাবেই পুলিশ ফাঁড়িতে পালিত হয়ে চলেছে জন্মাষ্টমী। হুগলির মধ্যে একমাত্র এই পুলিশ ফাঁড়িতেই এমন অভিনবভাবে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। এবারও যার অন্যথা হয়নি। তবে লকআপের ভিতরে শ্রীকৃষ্ণ কেন? এই প্রশ্নের উত্তরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় জানান, যেহেতু শ্রীকৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিলেন তাই প্রতীকী হিসেবে গোপালকে লকআপের ভিতরেই রাখা হয়। 

পুলিশ ফাঁড়ি সংলগ্ন মন্দিরে মূল পুজোর অনুষ্ঠানটি হয়। জন্মাষ্টমী উপলক্ষে গোটা পুলিশ ফাঁড়ি রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছিল। পুলিশ ফাঁড়ির লক আপ থেকে শুরু করে গোটা চত্বর পরিস্কার করে রাখা হয়েছিল। বিশেষ এই দিনটিতে থানায় কোনও অভিযুক্তকে রাখা হয় না। এবারও আগে থেকেই তাদের কয়েক কিলোমিটার দূরের থানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। 

hooghly mogra bansberia police station janmashtami 2024 celebrations, হুগলি মগরা বাঁশবেড়িয়া, জন্মাষ্টমী, পুলিশ ফাঁড়িতে জন্মাষ্টমী

বাঁশবেড়িয়া মিল পুলিশ ফাঁড়ি এলাকায় মূলত অবাঙালি সম্প্রদায়ের বাস বেশি। জন্মাষ্টমীর পুজো দেখতে এবং ভোগ খেতে প্রায় হাজার খানেক ভক্তের সমাগম হয়েছিল পুলিশ ফাঁড়িতে। লুচি, ছোলার ডাল, পোলাও, পনির, আলুর দম, বোঁদে সহ বিবিধ আয়োজন ছিল। বাঁশবেড়িয়া পুরপ্রধান আদিত্য নিয়োগীও গিয়েছিলেন পুলিশ ফাঁড়ির জন্মাষ্টমীর পুজো দেখতে।

police Krishna Janmashtami Janmashtami 2024 hooghly news
Advertisment