Rachana Banerjee: খুব টেনশনে ছিলেন রচনা, ঘুমই আসছিল না! কেন? লকেটের নাম শুনেই কী বললেন?
Rachana Banerjee-Locket Chatterjee: হুগলি লোকসভা কেন্দ্রে এবার শাসকদল তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। জনপ্রিয় টিভি শো দিদি নং ১ খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে তাঁকে। রচনাকে চেনেন না বাংলায় এমন লোক নেই। বিশেষ করে মা-বোনেদের তাঁর জনপ্রিয়তা সীমাহীন। তবে ভোটের ময়দানটা যে খুব সহজ নয়, তা গত কয়েকদিনেই বুঝছেন রচনা। যদিও নির্বাচনে জয়ের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী তিনি। হুগলিতে তাঁর বিপক্ষে লড়ছেন বিজেপি প্রার্থী একদা তাঁরই সহশিল্পী লকেট চট্টোপাধ্যায়।
Rachana Banerjee-Locket Chatterjee: রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়।
Hooghly TMC Candidate Rachana Banerjee: জমে উঠেছে হুগলির (Hooghly) লড়াই। বাংলার এই লোকসভা কেন্দ্রটি এবার জোর চর্চায়। এই কেন্দ্রে এবার শাসকদল তৃণমূলের প্রার্থী দিদি নং ১ (Didi No 1) খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে BJP-র টিকিটে এই কেন্দ্র থেকেই লড়ছেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।
Advertisment
চুঁচুড়ার খাদিনা মোড়ের তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন রচনা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক প্রশ্নেরই সোজাসুজি উত্তর দিয়েছেন দিদি নং ১। তাঁর আগে সিঙ্গুরে (Singur) প্রচার সেরেছিলেন। তারপর ধনেখালির কর্মসূচি সেরে চুঁচুড়ার (Chinsurah) তালডাঙায় রাজ রাজেশ্বরী মন্দিরে (Raj Rajeswari Temple) পুজো দেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, "আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মান রাখতে পারব। আমি এত মানুষের ভালোবাসা পাব আশাই করিনি। শেষ কয়েকদিনে খুব টেনশনে ছিলাম। তবে আজকের রাত ভালো করে ঘুমাব। জীবনের প্রতিটি ধাপে বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়, এটাও একটা ঘটনা। যার সম্মুখীন আমি হলাম। এটা রাজনীতির মঞ্চ। সে চেনা প্রতিদ্বন্দ্বী হোক ভালো কথা। দুই অভিনেত্রীর লড়াই, এটাই তো দেখার। সে (লকেট চট্টোপাধ্যায়) রাজনীতিতে অনেক বেশি অভিজ্ঞ। আমার চেয়ে ওর অভিজ্ঞতা অনেক বেশি।"
চুঁচুড়ায় তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রচনা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে দুর্নীতি নিয়ে ফি দিন গলা ফাটাচ্ছে বিরোধীরা। সাংবাদিকদের এপ্রসঙ্গে রচনা বলেন, "শুধু আমাদের দলেই দুর্নীতি? আর কোথাও কিছু হয় না? সেটা তো বললে হবে না। দুর্নীতি যদি হয়, তাহলে সেটা প্রমাণ করতে হবে। যারা ভালো কাজ করবেন তাদেরই জয়জয়কার হবে।"
সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতেও মুখ খুলেছেন রচনা। তাঁর কথায়, "সন্দেশখালির প্রতিটি মানুষের পাশে আছি। যাঁদের উপরে প্রকৃত নির্যাতন হয়েছে তাঁদের জন্য দুঃখ হয়। যাঁরা অন্যায় করেছেন গ্রেফতার হয়েছেন। যাদের যা অভিযোগ আছে সেগুলো নথিভুক্ত করা হচ্ছে।"