Rachana Banerjee Poll Campaign: ভোট-প্রচারে একের পর এক 'কাণ্ড' ঘটিয়ে চলেছেন দিদি নং ওয়ান। যা নিয়ে নেটপাড়ায় প্রবল চর্চা। প্রথমদিন প্রচারে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে প্রচুর কলকারখানা রয়েছে। একথা বোঝাতে গিয়ে রচনা বলেছিলেন, 'চিমনি থেকে ধোঁয়াই ধোঁয়াই বেরোচ্ছে'। যা নিমেষে হাসির খোরাক হয়। এবার সিঙ্গুরের দইয়ের প্রশংসা করতে গিয়ে বেফাঁস বলে বসলেন রচনা।
দিনভর প্রচারে ব্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি প্রচার সারেন সিঙ্গুর অঞ্চলের বেড়িবেড়ি গ্রামের চৌখন্ডিপোঁতায়। সেখানেই স্থানীয় মানিক বাগের বাড়িতে মাটিতে বসেই সারেন মধ্যাহ্নভোজ।
দিদি নং ওয়ানের মেনুতে ছিল- ভাত, বড়ি ভাজা, বেগুন ভাজা, সজনে ডাঁটা ভাজা, শুক্তো, স্যালাড আর টক দই। তবে বাজিমাত করেছে সিঙ্গুরের প্রসিদ্ধ টক দই। দইয়ের স্বাদে মুগ্ধ রচনা বলে বসেন, 'আমাদের ওখানে তো এমন টক দই হই না, কলকাতাতে ওটা কী হয় কে জানে! আমি তো ভাবছি এবার এলেই ব্যাগে করে দই নিয়ে যাব। দারুণ দারুণ।'
আরও পড়ুন- PM Modi: এবার শুধু বাংলার ‘প্রতারিত’দের অ্যাকাউন্টেই ঢুকবে টাকা! বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী মোদীর
এখানেই থামেননি হুগলির তৃণমূল প্রার্থী। বলে বসেন, 'বলতে শোনা গেল, 'সিঙ্গুরের সবুজ ঘাস, গাছ-পালা খেয়ে গরু হৃষ্টপুষ্ট হচ্ছে। তারপর তার যে দুধটা বেরোচ্ছে যে দইটা এত ভালো। চারিদিকের পরিবেশটাই বাঞ্ছারামদা (স্থানীয় তৃণমূল নেতা) ভালো করে রেখেছে যে ঘাসপাতা খেয়ে গরু হৃদপুষ্ট।'
রচনার সেই বক্তব্যের ভিডিও-ই বুধবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির অনুপম হাজরাষ ক্যাপশনে লিখেছেন, 'আমরা সকলেই মোটামুটি দই খাই, কিন্তু জানেন কি দই'এর কোয়ালিটি ভালো কখন হয়?'