/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Hgl_Adrish.jpg)
Hgl_Adrish: নিখোঁজ ছাত্র অদ্রীশ তিওয়ারি। (ছবি- সংগৃহীত)
Student of class XI mysteriously missing: রহস্যজনকভাবে উত্তরপাড়া থেকে নিখোঁজ হয়ে গেল একাদশ শ্রেণির এক ছাত্র। এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ওই ছাত্র উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রামসীতা ঘাট রোডের বাসিন্দা। মঙ্গলবার সকাল থেকেই তাঁর খোঁজ মিলছে না।
ঘটনার জেরে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে নিখোঁজ ছাত্রের পরিবার। পাশাপাশি, আত্মীয়-স্বজন থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। একইসঙ্গে, আশপাশের অন্যান্য থানাগুলোকেও সতর্ক করে দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হয়েছে আশপাশ অঞ্চলের সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই এক অদ্ভুত তথ্য সামনে এসেছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Hgl_Adrish-1.jpg)
বিভিন্ন জায়গা থেকে পরিবারের লোকজনের কাছে খবর আসে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই ছাত্রকে উত্তরপাড়া স্টেশনে ধুতি, গামছা, হাতে লাঠি এবং কপালে মাটি মাখা অবস্থায় দেখা গেছে। এরপর খোঁজাখুঁজি করে দেখা যায়, যাবার আগে ওই কিশোর ঘরেই নিজের ফোন, মানিব্যাগ, চটি ফেলে গিয়েছে।
আরও পড়ুন-‘নো গ্যারান্টি’ সব ফোর টোয়েন্টি’, বিজেপিকে ধুইয়ে ঢালাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মমতার
পাশাপাশি, বাড়ির লেটার বক্সে উদ্ধার হয়েছে একটি চিঠি। সেই চিঠিতে ওই ছাত্র জানিয়েছে, সে প্রথমে নবদ্বীপে এবং পরে বৃন্দাবনে যাবে। নিজের ইচ্ছায় সে ঘর ছাড়ছে। কারণ, সে আধ্যাত্মিক পথকে বেছে নিতে চায়। যা পড়ে পরিবারের লোকেদের ধারণা হয়েছে, সন্ন্যাসী হওয়ার জন্য ওই ছাত্র ঘর ছেড়েছে। তাঁকে কোথাও দেখা গেলে, অবিলম্বে উত্তরপাড়ার রামসীতা ঘাট রোডে তিওয়ারিদের বাড়িতে খবর দেওয়ার অনুরোধ করেছে নিখোঁজ ছাত্রের পরিবার।